
Sri Lanka vs Afghanistan: শেষ দু'ওভারে ৪৯ রান! শেষ ওভারে পরপর পাঁচ বলে ওভার-বাউন্ডারি! বৃহস্পতিবার আবু ধাবিতে (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) এশিয়া কাপে (Asia Cup 2025) শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs Afghanistan) আফগানিস্তানের মরণ-বাঁচন ম্যাচে মহম্মদ নবির (Mohammad Nabi) ব্যাটিং তাণ্ডব দেখা গেল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে যায় আফগানিস্তান। ১৮ ওভারের শেষে স্কোর ছিল সাত উইকেটে ১২০। সেই সময় মনে হচ্ছিল অল্প রানেই আফগানদের ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে দেন নবি। তিনি ১৯-তম ওভারে দুষ্মন্ত্য চামিরার (Dushmantha Chameera) প্রথম তিন বলে বাউন্ডারি মারেন। এই ওভারে মোট ১৭ রান হয়। এরপর শেষ ওভারে পরপর পাঁচ বলে ওভার-বাউন্ডারি মারেন নবি। তাঁর জন্যই ৮ উইকেটে ১৬৯ রানে পৌঁছে যায় আফগানিস্তান।
১২-তম ওভারে ব্যাটিং করতে যান নবি। কিন্তু তিনি শুরুতে বড় শট খেলতে পারছিলেন না। প্রথম ওভার-বাউন্ডারি মারেন ১৭-তম ওভারের শেষ বলে। ১৮-তম ওভারে কোনও বড় শট খেলতে না পারলেও, ১৯-তম ওভারে প্রথম পাঁচ বলে ১৫ রান করেন নবি। আফগানদের ইনিংসের শেষ ওভারে বোলিং করতে যান দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage)। তাঁর প্রথম তিন বলে ওভার-বাউন্ডারি মারেন নবি। চতুর্থ বলে কোনও রান না হলেও, নো-বল হয়। ফলে ফ্রি-হিট পায় আফগানিস্তান। সেই বলে ফের ওভার-বাউন্ডারি মারেন নবি। তিনি ওভারের পঞ্চম বলেও ওভার-বাউন্ডারি মারেন। শেষ বলে রান আউট হয়ে যান নবি।
নূর আহমেদের (Noor Ahmad) সঙ্গে জুটিতে অষ্টম উইকেটে ১৮ বলে ৫৫ রান যোগ করেন নবি। এর মধ্যে তিনি নিজে ১৪ বলে ৪৮ রান করেন। তিনি ২২ বলে ৬০ রান করেন। এই ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও ছয় ওভার-বাউন্ডারি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।