Rashid Khan: আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার রশিদ খান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন রশিদ। এবার তিনি নতুন রেকর্ড গড়লেন।
KNOW
Rashid Khan Record: আন্তর্জাতিক টি-২০ (T20 internationals) ফর্ম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। এতদিন এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের (New Zealand) পেসার টিম সাউদির (Tim Southee) দখলে। এই পেসার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৬৪ উইকেট নিয়েছেন। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে ম্যাচে ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। এরপরেই তিনি নতুন রেকর্ড গড়েন। এখনও পর্যন্ত সব ধরনের টি-২০ ম্যাচ মিলিয়ে ৬৬৪ উইকেট নিয়েছেন রশিদ। অন্য কোনও বোলারের এই কৃতিত্ব নেই। আইপিএল-সহ (IPL) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলেন রশিদ। তিনি দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। এর ফলেই নতুন রেকর্ড গড়লেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রশিদকে অভিনন্দন জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)।
আফগানিস্তানকে জেতালেন রশিদ
ত্রিদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সংযুক্ত আরব আমিরশাহিকে ৩৮ রানে হারিয়ে ঘুরে দাঁড়াল আফগানিস্তান। দলকে জয় পেতে সাহায্য করলেন রশিদ। তিনি ইথান ডি'সুজা, আসিফ খান ও ধ্রুব পরাশরের উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। তবে রশিদের স্পেলে রানের গতি কমে যায় এবং ম্যাচ আফগানিস্তানের হাতের মুঠোয় চলে আসে।
ইব্রাহিম জাদ্রানের অর্ধশতরান
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৮৮ রান করে আফগানিস্তান। অর্ধশতরান করেন ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran) ও সিদিকুল্লাহ আতাল (Ibrahim Zadran)। জাদ্রান ৪০ বলে ৬৩ এবং আতাল ৪০ বলে ৫৪ রান করেন। জবাবে ৮ উইকেটে ১৫০ রান করেই থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহি। অধিনায়ক মহম্মদ ওয়াসিম ৩৭ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। উইকেটকিপার-ব্যাটার রাহুল চোপড়া ৩৫ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। বাকিরা কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


