Asia Cup 2025: মঙ্গলবার শুরু হয়ে গেল এশিয়া কাপ ২০২৫। উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan vs Hong Kong)। এই ম্যাচে প্রত্যাশিত ফলই হল।

DID YOU
KNOW
?
আফগানিস্তানের বড় জয়
এখনও পর্যন্ত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আফগানিস্তান। তবে রশিদ খানের দল লড়াই করছে।

Afghanistan vs Hong Kong: প্রত্যাশিতভাবে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে এবারের এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করল আফগানিস্তান। রশিদ খানের (Rashid Khan) নেতৃত্বাধীন আফগানিস্তান যে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে জয় পাবে, সে বিষয়ে কারও সংশয় ছিল না। মঙ্গলবার আবু ধাবির (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) সহজ জয়ই পেল আফগানিস্তান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখালেন আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। বড় স্কোর করলেন ওপেনার সিদিকুল্লাহ আতাল (Sediqullah Atal)। মহম্মদ নবিও (Mohammad Nabi) ভালো ব্যাটিং করলেন। হংকংয়ের ব্যাটারদের মধ্যে লড়াই করলেন একমাত্র বাবর হায়াত (Babar Hayat)। হংকংয়ের বোলারদের মধ্যে জোড়া উইকেট নিলেন আয়ূষ শুক্লা (Ayush Shukla) ও কিঞ্চিৎ শাহ (Kinchit Shah)। এক উইকেট করে নেন আতিক ইকবাল (Ateeq Iqbal) ও এহসান শাহ (Ehsan Khan)। বোলাররা কিছুটা লড়াই করলেও, হংকংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায় সহজ জয় পেল আফগানিস্তান।

বড় স্কোর আফগানিস্তানের

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ। তাঁর দল ৬ উইকেটে ১৮৮ রান করে। ওপেনার আতাল ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। নবি ২৬ বলে ৩৩ রান করেন। ২১ বলে ৫৩ রান করেন ওমরজাই। তিনি জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন কিঞ্চিৎ। ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন আয়ূষ। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আতিক। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন এহসান।

হংকংয়ের ব্যাটিং বিপর্যয়

হংকংয়ের মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ৪৩ বলে ৩৯ রান করেন বাবর। অধিনায়ক ইয়াসিম মুর্তাজা (Yasim Murtaza) ২৬ বলে ১৬ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ৯ উইকেটে ৯৪ রান করেই থেমে যায় হংকং। ২ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ১ উইকেট নেন ওমরজাই। ৩ ওভার বোলিং করে ৮ রান দিয়ে ২ উইকেট নেন গুলাবদিন নায়েব (Gulbadin Naib)। ৩ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi)। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন নূর আহমেদ (Noor Ahmad)। ৯৪ রানে জয় পেল আফগানিস্তান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।