অসহায় আত্মসমর্পণ ওমানের, এশিয়া কাপে প্রথম ম্যাচে সহজ জয় পাকিস্তানের

Published : Sep 12, 2025, 11:53 PM IST
Pakistan Oman match

সংক্ষিপ্ত

Pakistan vs Oman: ন'য়ের দশকে শারজা কাপ (Sharjah Cup) যখন হত, তখন একটা কথা প্রবাদে পরিণত হয়েছিল, 'শুক্রবার পাকিস্তানকে হারানো যাবে না।' শুক্রবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়ে সেই প্রবাদের কথাই মনে করিয়ে দিল পাকিস্তান।

DID YOU KNOW ?
২০১২ সালে জয় পাকিস্তানের
২০১২ সালে শেষবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। টি-২০ ফর্ম্যাটে একবারও এশিয়া কাপ জিততে পারেনি পাকিস্তান।

Asia Cup 2025: প্রত্যাশিতভাবে সহজ জয় দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ওমানকে (Pakistan vs Oman) ৯৩ রানে হারিয়ে দিল পাকিস্তান। একপেশে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে গেল ওমান। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। তার আগে এই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে ওমান দল অত্যন্ত দুর্বল। ফলে এই ম্যাচের ফল দিয়ে পাকিস্তান দলের মান বিচার করা যাবে না। ভারতীয় দলও প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। ফলে রবিবারের ম্যাচের আগে স্বস্তিতে নেই পাকিস্তান শিবির।

মহম্মদ হ্যারিসের অর্ধশতরান

ওমানের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন মহম্মদ হ্যারিস (Mohammad Haris)। এই উইকেটকিপার-ব্যাটার ৪৩ বলে ৬৬ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ২৯ বলে ২৯ রান করেন। ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ফকর জামান (Fakhar Zaman)। ১০ বলে ১৯ রান করেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (০) প্রথম বলেই আউট হয়ে যান। ওমানের হয়ে ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন শাহ ফয়সল। ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন আমির কলিম। ৩ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ নাদিম।

'বিশ্বের সেরা স্পিনারের' ১ উইকেট

ওমানের হয়ে সর্বাধিক ২৭ রান করেন হাম্মাদ মির্জা। পাকিস্তানের হয়ে ২ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ২ উইকেট নেন ফাহিম আশরফ (Faheem Ashraf)। ২ ওভার বোলিং করে ৮ রান দিয়ে ২ উইকেট নেন সায়েম আয়ুব (Saim Ayub)। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ১ উইকেট নেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। ৩.৪ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ১২ রান দিয়ে ১ উইকেট নেন আবরার আহমেদ (Abrar Ahmed)। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson) যাঁকে বিশ্বের সেরা স্পিনার বলে অভিহিত করেছিলেন সেই নওয়াজ ২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ২ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান
১৯৮৪ সাল থেকে চলছে এশিয়া কাপ। মাত্র ২ বার এই টুর্নামেন্ট জিততে পেরেছে পাকিস্তান।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড