এশিয়া কাপ ২০২৫: পাইক্রফটকে হেয় করতে গিয়ে ফেঁসে গেল পাকিস্তান, শাস্তি দিতে পারে আইসিসি

Published : Sep 19, 2025, 02:37 AM IST
pakistan vs uae asia cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এবারের এশিয়া কাপে পাকিস্তানকে (Pakistan Cricket Team) নিয়ে নাটক অব্যাহত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) বিরুদ্ধে সুর চড়িয়েও মাথানত করার পর এবার সাজা পেতে পারে পাকিস্তান।

DID YOU KNOW ?
নিয়ম লঙ্ঘন পাকিস্তানের
আইসিসি-র নিয়ম অনুযায়ী, ক্রিকেটার ও আম্পায়ারদের আলোচনার সময় বাইরের কেউ থাকতে পারেন না। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান।

Pakistan vs United Arab Emirates: বুধবার এশিয়া কাপে (Asia Cup 2025) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে নিয়ম লঙ্ঘনের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে (Pakistan Cricket Team) সাজা দিতে পারে আইসিসি (ICC)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বয়কট-নাটকের জেরে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এই ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে ক্রিকেটারদের আলোচনা হয়। পাকিস্তানের পক্ষ থেকে এক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, তাদের ক্রিকেটারদের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এই ভিডিও নিয়েই বিপাকে পড়ে গিয়েছে পিসিবি। আইসিসি সিইও সংযোগ গুপ্তা (ICC CEO Sanjog Gupta) ই-মেল করে জানতে চেয়েছেন, স্টেডিয়ামের যে অংশে শুধু খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারির থাকার কথা এবং মোবাইল ফোন ও ক্যামেরা নিষিদ্ধ, সেখানে কীভাবে ভিডিও তোলা হল? এই ই-মেলের সদুত্তর দিতে না পারলে শাস্তি পেতে পারে পিসিবি।

পাইক্রফটকে হেয় প্রতিপন্ন করতে গিয়ে বিপাকে পিসিবি

পিসিবি-র দাবি মেনে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেয়নি আইসিসি। এর জেরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দেয় পিসিবি। কিন্তু বিপুল আর্থিক ক্ষতির কথা ভেবে শেষপর্যন্ত লেজ গুটিয়ে খেলতে নেমে পড়েন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে পাইক্রফটকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তাঁর সঙ্গে আলোচনার ভিডিও তোলেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার। পরিকল্পনা করেই এই কাজ করে পিসিবি। ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ রেফারির আলোচনার সময় মিডিয়া ম্যানেজারকে থাকার অনুমতি দিতে চাইছিলেন না আইসিসি দুর্নীতি দমন (ICC Anti-Corruption) শাখার আধিকারিক। কিন্তু পিসিবি হুমকি দেয়, মিডিয়া ম্যানেজারকে থাকতে না দিলে এই ম্যাচে খেলবে না। শেষপর্যন্ত মিডিয়া ম্যানেজার আলোচনায় থাকেন এবং ভিডিও তোলেন। সেই ভিডিওই এখন পিসিবি-র বিরুদ্ধে আইসিসি-র অস্ত্র।

কী শাস্তি দেবে আইসিসি?

পিসিবি দাবি করেছিল, ক্ষমা চেয়েছেন পাইক্রফট। কিন্তু তিনি ক্ষমা চাননি। নিষিদ্ধ অঞ্চলে ভিডিও তোলা এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে অপপ্রচারের জন্য পিসিবি-কে শাস্তি দেওয়ার কথা ভাবছে আইসিসি। যদিও কী সাজা দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৮৪ সালে শুরু হয়েছে এশিয়া কাপ। এখনও ২ বার জিতেছে পাকিস্তান।
এশিয়া কাপে পাকিস্তানের রেকর্ড একেবারেই ভালো নয়। তারা মাত্র ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম