Asian Games 2023: বাংলার মেয়ে তিতাসের হাত ধরে মহিলা ক্রিকেটে ঐতিহাসিক সোনা

Published : Sep 25, 2023, 02:38 PM ISTUpdated : Sep 25, 2023, 03:15 PM IST
Titas Sadhu

সংক্ষিপ্ত

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বঙ্গসন্তান তিতাস সাধু। ভারতের মহিলা দলকে প্রথমবার অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতানোর পর এবার এশিয়ান গেমসে সোনা জেতালেন তিতাস।

হুগলি জেলার চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু কয়েক মাস আগেই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে অসাধারণ বোলিং করে ভারতীয় দলকে প্রথমবার চ্যাম্পিয়ন করেন। সোমবার সেই তিতাসই এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অসামান্য বোলিং করে ভারতকে জেতালেন। লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত। ১৯ রানে জয় পেল ভারত। ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান করেই থেমে গেল শ্রীলঙ্কা। তিতাস ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ৩ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন দীপ্তি শর্মা। ২০ রান দিয়ে ১ উইকেট নেন পূজা বস্ত্রকর। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন দেবিকা বৈদ্য।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৪৬ রান। জেমাইমা রডরিগেজ করেন ৪২ রান। ভারতের আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। শেফালি ভার্মা করেন ৯ রান। বাংলার অপর এক মেয়ে, শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ করেন ৯ রান। হরমনপ্রীত মাত্র ২ রান করেই আউট হয়ে যান। পূজা করেন ২ রান। আমনজ্যোত কউর করেন ১ রান। দীপ্তি ১ রান করে অপরাজিত থাকেন। 

শ্রীলঙ্কার হয়ে উদেশিকা প্রবোধানি ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন সুগন্ধিকা কুমারী। ২১ রান দিয়ে ২ উইকেট নেন ইনোকা রণবীরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই তিতাসের দাপটে কোণঠাসা হয়ে যায় শ্রীলঙ্কা। ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় ওভারে অনুষ্কা সঞ্জীবনী (১) ও ভীষ্মি গুণরত্নের (০) উইকেট তুলে নেন তিতাস। এরপর পঞ্চম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে (১২) আউট করে ম্যাচ ভারতের দিকে নিয়ে আসেন তিতাস। এরপর কিছুটা লড়াই করেন হাসিনি পেরেরা (২৫), নীলাক্ষী ডি সিলভা (২৩), ওশাদি রণসিংঘে (১৯)। কিন্তু তাঁদের পক্ষে শ্রীলঙ্কাকে জেতানো সম্ভব হয়নি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতল ভারত। তিতাসের হাত ধরে সাফল্য আসায় চুঁচুড়ায় আনন্দ একটু বেশি।

আরও পড়ুন-

IND vs AUS: তৃতীয় একদিনের জন্য একগুচ্ছ পরিবর্তন ভারতীয় দলে, ফিরছেন সিনিয়ররা

Asian Games 2023: ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ৯ বছর অবশেষে এশিয়াডে পদক বাংলাদেশের

Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত