
Boxing Day Test Match: অস্ট্রেলিয়া (Australia) দলের নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ (Steve Smith)। শুক্রবার শুরু হচ্ছে চলতি অ্যাশেজের (The Ashes, 2025-26) চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে বৃহস্পতিবার দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এই ম্যাচে খেলছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এবং অফ-স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)। ইতিমধ্যেই চলতি অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছেন স্মিথরা। ফলে বক্সিং ডে টেস্ট ম্যাচ এই সিরিজের নিরিখে গুরুত্বহীন। তবে এই ম্যাচেও জয় পেতে চাইছে অস্ট্রেলিয়া দল। কারণ, সিরিজে ৫-০ জয় পেতে চাইছেন স্মিথরা। নিজেদের দেশে অ্যাশেজে ইংল্যান্ডকে (Australia vs England) হোয়াইটওয়াশ করতে পারলে সেটা অস্ট্রেলিয়ার কাছে ইংরাজি নতুন বছরের উপহার হবে। সেই কারণেই বক্সিং ডে টেস্ট ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বক্সিং ডে টেস্ট ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বড়দিনে (Christmas 2025) অনুশীলন করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, 'অ্যাডিলেড টেস্ট (Adelaide Test) ম্যাচের আগে আমার কয়েকদিন খারাপ গিয়েছে। ম্যাচের প্রথম দু'দিন আমি ঠিকমতো খেলতে পারছিলাম না। আমার ফর্মে ফিরতে সময় লাগে।' স্মিথ আরও জানিয়েছেন, বক্সিং ডে টেস্ট ম্যাচে দল বেছে নেওয়ার আগে আরও একবার পিচ দেখে নিতে চাইছিলেন নির্বাচকরা। পিচে প্রায় ১০ মিলিমিটার ঘাস দেখা যায়। এই কারণেই ফাস্ট বোলারদের দলে রাখা হল। লিয়ন চোট পাওয়ায় খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে অন্য কোনও স্পিনারকে দলে রাখা হয়নি।
মেলবোর্নে (Melbourne Cricket Ground) অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (Alex Carey) (উইকেটকিপার), ট্রেভিস হেড (Travis Head), জেক ওয়েদারাল্ড (Jake Weatherald), মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), উসলমান খাজা (Usman Khawaja), ক্যামেরন গ্রিন (Cameron Green), মিচেল স্টার্ক (Mitchell Starc), স্কট বোল্যান্ড (Scott Boland), মাইকেল নেসার (Michael Neser), ঝাই রিচার্ডসন (Jhye Richardson) ও ব্রেন্ডন ডগেট (Brendan Doggett)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।