The Ashes, 2025-26: পারথ স্টেডিয়ামে (Perth Stadium) এবারের অ্যাশজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দু'দিনেরও কম সময়ে হেরে গিয়েছে ইংল্যান্ড (Australia vs England)। এই হারের পর ইংল্যান্ড দলকে তোপ দেগেছেন জেফ্রি বয়কট (Geoffrey Boycott)।

DID YOU
KNOW
?
ইংল্যান্ডকে তোপ বয়কটের
ইংল্যান্ড ক্রিকেট দল কোনও প্রতিযোগিতায় ব্যর্থ হলেই রেগে যান জেফ্রি বয়কট। এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরে যেতেই ক্ষুব্ধ বয়কট।

Geoffrey Boycott: এবারের অ্যাশেজের (The Ashes, 2025-26) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটে হেরে যাওয়ার পরেই ইংল্যান্ড (Australia vs England) দলকে তোপ দাগলেন কিংবদন্তি জেফ্রি বয়কট (Geoffrey Boycott)। এক সংবাদমাধ্যমে নিজের কলামে তিনি লিখেছেন, ‘এ থেকে বার্তা সহজ: তোমরা যখন একই ধরনের বোকার মতো কাজ করে টেস্ট ম্যাচ ছুড়ে ফেলে দাও, তখন তোমাদের সিরিয়াসলি নেওয়া অসম্ভব।’ বয়কট বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলেন। তিনি ধারাভাষ্যকার হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনই তাঁর কলামও অত্যন্ত জনপ্রিয়। ইংল্যান্ড ক্রিকেট দল কোনও প্রতিযোগিতায় ব্যর্থ হলেই কঠোর সমালোচনা করেন বয়কট। এবারও তিনি ইংল্যান্ড দলের তীব্র সমালোচনা করেছেন। বয়কটের মন্তব্যের সঙ্গে অনেকেই সহমত পোষণ করছেন এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের তোপ দাগছেন।

ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে প্রশ্ন বয়কটের

ইংল্যান্ডের ব্যাটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বয়কট লিখেছেন, ‘(বেন) ডাকেট (Ben Duckett) ভালো বলে আউট হয়েছে। কিন্তু (অলি) পোপ (Ollie Pope) এই ম্যাচে দ্বিতীয়বার উইকেট ছুড়ে দিল। অফস্টাম্পের অনেক বাইরে থাকা এক বলে ড্রাইভ করতে গিয়ে ও আউট হয়ে যায়। ও কীভাবে বুঝতে পারবে যে ও যাতে বোকার মতো উইকেট ছুড়ে দেয়, তার জন্যই ওকে টোপ দেওয়া হচ্ছে?’

প্রথম ইনিংসে এগিয়ে থাকার পরেও হার ইংল্যান্ডের

পারথ (Perth Stadium) স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭২ রান করে ইংল্যান্ড। এরপর প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৪০ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলাররা ভালো বোলাররা ভালো পারফরম্যান্স দেখালেও, ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেল ইংল্যান্ড। ডাকেট ও পোপ উইকেটে জমে যাওয়ার পরেও যেভাবে আউট হয়ে গিয়েছেন, তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না বয়কট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।