Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারতীয় দল। অ্যাডিলেড ওভালের (Adelaide Oval) এই ম্যাচের শুরুতে চাপে পড়ে গেলেও, লড়াইয়ে ফিরেছে ভারত।

DID YOU
KNOW
?
রোহিতের মন্থর ইনিংস
এক দশক পর ওডিআই ফর্ম্যাটে মন্থরতম অর্ধশতরান করলেন রোহিত শর্মা। তিনি ৭৪ বলে অর্ধশতরান করেন।

Rohit Sharma Half Century: ৯৭ বলে ৭৩ রান। সাতটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ৭৫.২৬। ওডিআই ফর্ম্যাটে কোনওভাবেই প্রথমসারির ইনিংসের মধ্যে গণ্য হওয়ার কথা নয়। কিন্তু বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ওপেন করতে নেমে দলের বিপদের সময় এই ইনিংস খেলেই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন রোহিত শর্মা। এই তারকা ব্যাটার এদিন ৭৪ বলে অর্ধশতরান পূরণ করেন। ২০১৫ সালের পর এটাই ওডিআই ফর্ম্যাটে তাঁর মন্থরতম অর্ধশতরান। কিন্তু পরিবেশ-পরিস্থিতির বিচারে এই ইনিংস অত্যন্ত মূল্যবান। এই কারণেই সবাই রোহিতের প্রশংসা করছেন। পারথে (Perth) সিরিজের প্রথম ম্যাচে বড় রান পাননি রোহিত। তবে দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরলেন এই তারকা ব্যাটার।

ভারতকে ম্যাচে ফেরাল রোহিত-শ্রেয়াস জুটি

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭ রানের মধ্যে শুবমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলির (Virat Kohli) উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। এরপর শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন রোহিত। এই জুটিতে যোগ হয় ১১৮ রান। শ্রেয়াস ৭৭ বলে ৬১ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি মারেন। এই জুটিই ভারতীয় দলকে ম্যাচে ফেরায়। অক্ষর প্যাটেলও ভালো বোলিং করেন। তিনি ৪১ বলে ৪৪ রান করেন।

অ্যাডিলেডে ধৈর্যের পরীক্ষা রোহিতের

পারথে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে যান রোহিত। অ্যাডিলেড ওভালেও ইনিংসের শুরুতে তাঁকে সমস্যায় ফেলে দেন হ্যাজেলউড। তিনি শট খেলার জায়গা দিচ্ছিলেন না। তবে ধৈর্য না হারিয়ে ক্রিজে টিকে থাকার উপর জোর দেন রোহিত। তিনি শুরুতে জোড়া মেডেন ওভার দেন। উইকেট ছুড়ে না দিয়ে ক্রিজে টিকে থেকে অর্ধশতরান করে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। এই ম্যাচে ভারতীয় দল জয় পেলে রোহিতের এই ইনিংস সার্থক হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।