Australia vs India: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলছে। এই ম্যাচের শুরুতে চাপে পড়ে গেলেও, তারপর প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল।
KNOW
India tour of Australia, 2025: মন্থর গতিতে ইনিংস শুরু করেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ভালো জায়গায় পৌঁছে গেল ভারতীয় দল। বিরাট কোহলি (Virat Kohli), শুবমান গিলের (Shubman Gill) ব্যর্থতার দিনে চওড়া হয়ে উঠল রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ব্যাট। অক্ষর প্যাটেলও (Axar Patel) ভালো ব্যাটিং করলেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৯ উইকেটে ২৬৪ রান করল। রোহিত ওপেন করতে নেমে ৯৭ বলে ৭৩ রান করেন। শ্রেয়াস ৭৭ বলে ৬১ রান করেন। অক্ষর ৪১ বলে ৪৪ রান করেন। ১৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন হর্ষিত রানা (Harshit Rana)। আর্শদীপ সিং (Arshdeep Singh) করেন ১৩ রান। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) করেন ১২ রান। কে এল রাহুল (KL Rahul) করেন ১১ রান।
অসাধারণ বোলিং অ্যাডাম জাম্পার
অ্যাডিলেড ওভালের (Adelaide Oval) পিচ থেকে সাধারণত সাহায্য পান স্পিনাররা। সে কথা মাথায় রেখেই এই ম্যাচে অ্যাডাম জাম্পাকে (Adam Zampa) খেলার সুযোগ দেওয়া হয়। অসাধারণ বোলিং করলেন এই স্পিনার। তিনি ১০ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিলেন। জেভিয়ের বার্টলেটও (Xavier Bartlett) দুর্দান্ত বোলিং করলেন। তিনি ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ১০ ওভার বোলিং করে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত
পারথে (Perth) সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর অ্যাডিলেডে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারতীয় দল। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন ব্যাটাররা। এবার বোলাররা যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে সিরিজে সমতা ফেরাতে পারেন রোহিতরা। এই ম্যাচ জিততে না পারলে সিরিজ জিততে পারবে না ভারতীয় দল। এই কারণে জয় পেতে মরিয়া ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


