
Australia vs India T20 Series: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় ০-১ পিছিয়ে ভারতীয় দল। ফলে এই ম্যাচ জিতে সমতা ফেরানোই সূর্যকুমারদের একমাত্র লক্ষ্য। টসে জেতার পর সূর্যকুমার বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। দ্বিতীয় ইনিংসে ব্যাটে ভালোভাবে বল আসবে। আমরা প্রতি ম্যাচ নিয়ে ভাবছি।’ সূর্যকুমার আরও জানিয়েছেন, এই ম্যাচে ভারতীয় দলে তিন বদল করা হয়েছে। খেলছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson), হর্ষিত রানা (Harshit Rana) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। খেলার সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা (Jitesh Sharma), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। অস্ট্রেলিয়া দলে একটি বদল হয়েছে। অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) জানিয়েছেন, জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) পরিবর্তে দলে এসেছেন শন অ্যাবট (Sean Abbott)। গত ম্যাচে অসাধারণ বোলিং করেন হ্যাজেলউড। তিনি না খেলায় ভারতের ব্যাটারদের সুবিধা হতে পারে।
ভারতীয় দলের হয়ে এই ম্যাচে খেলছেন শুবমান গিল (Shubman Gill), অভিষেক শর্মা (Abhishek Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন মিচেল মার্শ, ট্রেভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis) (উইকেটকিপার), টিম ডেভিড (Tim David), মিচেল ওয়েন (Mitchell Owen), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis), ম্যাথিউ শর্ট (Matthew Short), শন অ্যাবট, জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett), নাথান এলিস (Nathan Ellis) ও ম্যাথিউ কুনেম্যান (Matthew Kuhnemann)।
গত ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায়। সেই ম্যাচে ৩৩ বলে ৩৫ রান করেন হর্ষিত। তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন। কিন্তু তারপরেও তিনি বাদ পড়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।