মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: লাইভ স্ট্রিমিং কি বিনামূল্যে দেখা যাবে?

Published : Nov 02, 2025, 11:19 AM IST
Jemimah Rodrigues celebrates after India stun Australia to enter Women's ODI World Cup 2025 final

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় দল (India Women vs South Africa Women)। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ভারতের মহিলা ক্রিকেটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।

DID YOU KNOW ?
প্রথম সাফল্যই লক্ষ্য
ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি। ফলে দুই দলই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে খেলতে নামছে।

India Women vs South Africa Women Final: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) ফাইনাল। ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। ভারতীয় দল সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia Women) বিরুদ্ধে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়ার পর ফাইনাল ঘিরে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। শনিবারই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে দেখা যায়, ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফাইনালের টিকিট না পেয়ে অনেকেই বিসিসিআই-এর (BCCI) প্রতি ক্ষোভ উগরে দেন। কিন্তু ক্ষোভপ্রকাশ করে লাভ নেই। কারণ, সব ক্রিকেটপ্রেমীকে স্টেডিয়ামে জায়গা দেওয়া সম্ভব নয়। যাঁরা টিকিট পাননি তাঁদের টেলিভিশন, মোবাইল ফোন, ডেস্কটপ বা ল্যাপটপেই ম্যাচ দেখতে হবে।

কীভাবে দেখা যাবে ফাইনাল?

রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটেয়। তার আগে টস হবে দুপুর আড়াইটেয়। ম্যাচ হবে নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy)। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপ, ওয়েবসাইটে।

কীভাবে অতিরিক্ত অর্থ খরচ না করে দেখা যাবে ম্যাচ?

জিওহটস্টার অ্যাপ বা ওয়েবসাইটে মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখতে হলে সাবস্ক্রিপশন লাগবে। অনেক মোবাইল রিচার্জ প্ল্যানে জিওহটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন থাকে। আপনার মোবাইল রিচার্জে সেরকম কিছু আছে কি না জেনে নিন। না হলে দূরদর্শনে বিনামূল্যে ম্যাচ দেখার চেষ্টা করতে পারেন। ডিডি স্পোর্টসে সরাসরি এই ম্যাচ দেখা যাবে। তার জন্য আলাদা করে অর্থ খরচ করতে হবে না। এখন দেখা যায়, ইউটিউবে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচের লিঙ্ক পাওয়া যায়। কোনও উপায় না থাকলে সেই ধরনের লিঙ্কে ক্লিক করেও ম্যাচ দেখতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার বিকেল তিনটেয় শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
রবিবার বিকেল তিনটেয় শুরু হবে মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!
২০২৫ সালে গুগলে কোন ভারতীয় ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন