ব্যাটে-বলে প্যাট কামিন্সের লড়াই, প্রথম ওডিআই-তে পাকিস্তানের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার

Published : Nov 04, 2024, 07:59 PM ISTUpdated : Nov 04, 2024, 08:16 PM IST
Pat Cummins

সংক্ষিপ্ত

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেলেও, অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ওডিআই ম্যাচেই হেরে গেল পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, অধিনায়ক প্যাট কামিন্সের লড়াইয়ের সুবাদে ২ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। সোমবার মেলবোর্নে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১৮৫ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থায় ৩১ বলে ৩২ রান করে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন কামিন্স। পাকিস্তানের হয়ে ৬৭ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যারিস রউফ। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ হাসনাইন। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না পাকিস্তান।

বাবর আজমের প্রত্যাবর্তন

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পরেই বাদ পড়েন বাবর আজম। তিনি সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কত্ব হারান। বাবরের পরিবর্তে নতুন অধিনায়ক হয়েছেন মহম্মদ রিজওয়ান। প্রত্যাবর্তনের ম্যাচে ৪৪ বলে ৩৭ রান করেন বাবর। রিজওয়ান ৭১ বলে করেন ৪৪ রান। ৩৯ বলে ৪০ রান করেন নাসিম। ১০ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচের সেরা মিচেল স্টার্ক। ৯.৪ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন কামিন্স। ১০ ওভার বোলিং করে ৬৪ রান দিয়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৮ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন শন অ্যাবট। ১ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ১ উইকেট নেন মার্নাস লাবুশেন।

জশ ইনগ্লিসের লড়াই

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৪৯ রান করেন জশ ইনগ্লিস। স্টিভ স্মিথ করেন ৪৪ রান। এরপর শেষদিকে লড়াই করেন কামিন্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা!

সৌদি আরবের রাজধানী রিয়াধে হতে পারে আইপিএল নিলাম, সম্ভাব্য তারিখ ২৪-২৫ নভেম্বর

ভারতীয় ক্রিকেট দলে শেষ বাঙালি, ব্যাট-গ্লাভস তুলে রাখছেন ঋদ্ধিমান সাহা

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি