Australia Vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে অস্ট্রেলিয়া

প্রতিবারই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের সময় নিজেদের দেশে একাধিক টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর এই সিরিজের গুরুত্ব বেড়ে গিয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আড়াই দিনের মধ্যেই ১০ উইকেটে জয় পেলেন প্যাট কামিন্সরা। এই জয়ের ফলে ভারতকে টপকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬১.১১। ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৫৪.১৬। কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। দেশের মাটিতে এই সিরিজে বড় ব্যবধানে জয় পেলে অস্ট্রেলিয়াকে টপকে ফের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপট অস্ট্রেলিয়ার

Latest Videos

অ্যাডিলেড টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বাধিক ৫০ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। ৩৬ রান করেন শামার জোশেফ। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ওপেন করতে নেমে ১৩ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল করেন ৬ রান। অ্যালিক অ্যাথানেজ করেন ১৩ রান। ক্যাভেম হজ করেন ১২ রান। ৫ রান করেই আউট হয়ে যান জাস্টিন গ্রিভস। উইকেটকিপার জশুয়া ডা সিলভা করেন ৬ রান। আলজারি জোশেফ করেন ১৪ রান। গুড়াকেশ মতি করেন ১ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন কেমার রোচ। অস্ট্রেলিয়ার হয়ে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন অধিনায়ক কামিন্স। ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন নাথান লিয়ন। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। 

ট্রেভিস হেডের দুরন্ত শতরান

প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১১৯ রান করেন ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড। প্রথমবার টেস্ট ম্যাচে ওপেন করতে নেমে ১২ রান করেন স্টিভ স্মিথ। অপর ওপেনার উসমান খাজা করেন ৪৫ রান। ১০ রান করেন মার্নাস লাবুশেন। ক্যামেরন গ্রিন করেন ১৪ রান। ৫ রান করেন মিচেল মার্শ। ১৫ রান করেন অ্যালেক্স কেরি। স্টার্ক করেন ১০ রান। কামিন্স করেন ১২ রান। লিয়ন করেন ২৪ রান। ০ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড। ক্যারিবিয়ানদের হয়ে ৯৪ রান দিয়ে ৫ উইকেট নেন শামার জোশেফ। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন গ্রিভস। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন রোচ। ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন আলজারি জোশেফ।

দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়

দ্বিতীয় ইনিংসে ৩৫.২ ওভারেই ১২০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বাধিক ২৬ রান করেন ম্যাকেঞ্জি। গ্রিভস করেন ২৪ রান। জশুয়া করেন ১৮ রান। আলজারি জোশেফ করেন ১৬ রান। শামার জোশেফ করেন ১৫ রান। ১১ রান করে অপরাজিত থাকেন রোচ। অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড। ৪ রান দিয়ে ২ উইকেট নেন লিয়ন। ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। ৯ রান দিয়ে ১ উইকেট নেন গ্রিন। এরপর ৬.৪ ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ১১ রান করে অপরাজিত থাকেন স্মিথ। ৯ রান করে অবসৃত হন খাজা। ১ রান করে অপরাজিত থাকেন লাবুশেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: শনিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু, জানালেন দ্রাবিড়

Suryakumar Yadav: মিউনিখে অস্ত্রোপচার সফল, দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে সূর্যকুমার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul