সংক্ষিপ্ত
চোটের জন্য এবারের আইপিএল-এ অনিশ্চিত মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তবে জুনে টি-২০ বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন এই ব্যাটার।
জার্মানির মিউনিখে ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের কুঁচকিতে অস্ত্রোপচার হল। সূর্যকুমারের স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। সূর্যকুমারের এই সমস্যা বেশ কিছুদিন ধরেই ছিল। সেই সমস্যা বৃদ্ধি পাওয়ায় অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালিতে চোট পান সূর্যকুমার। এই চোটের কারণে তিনি দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারলেন না। এবার অস্ত্রোপচার করালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের শয্যায় শুয়ে ছবি শেয়ার করেছেন এই তারকা ব্যাটার। তিনি লিখেছেন, 'অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আমার স্বাস্থ্য নিয়ে সবার উদ্বেগ প্রকাশ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি মাঠে ফিরব।' বিসিসিআই-এর পক্ষ থেকে সূর্যকুমারকে শুভেচ্ছা জানানো হয়েছে। আশা প্রকাশ করা হয়েছে, দ্রুত মাঠে ফিরবেন এই ক্রিকেটার।
হাসপাতালে শুয়েই খেলা দেখছেন সূর্যকুমার
বুধবার অস্ত্রোপচার হলেও, ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-২০ ম্যাচের দিকে নজর ছিল সূর্যকুমারের। অস্ত্রোপচার হওয়ার ২০ মিনিট পর তাঁকে শয্যায় নিয়ে যাওয়া হয়। এরপরেই আইপ্যাডে ভারত-আফগানিস্তান ম্যাচ দেখতে শুরু করেন সূর্যকুমার। তিনি রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের অসাধারণ ব্যাটিং দেখেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথা জানিয়েছেন সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি। তিনি লিখেছেন, 'এই ছেলেটার মাত্র ২০ মিনিট আগে অস্ত্রোপচার হয়েছে। ও এখন কী করছে জানেন? ক্রিকেট ম্যাচ দেখছে।' সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের ভিডিও শেয়ার করেছেন দেবিশা। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিতের শতরান দেখে সূর্যকুমারের মুখে হাসি ফুটে উঠেছে।
আইপিএল-এ খেলতে পারবেন সূর্যকুমার?
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর ফিট হয়ে উঠতে বেশি সময় নিতে পারেন সূর্যকুমার। স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর অনুশীলন শুরু করতে ৮ থেকে ৯ সপ্তাহ লাগতে পারে। আইপিএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। ফলে সূর্যকুমার আইপিএল-এ খেলতে পারবেন কি না এখনই বলা সম্ভব নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপের দল তৈরি, বেঙ্গালুরুতে জয়ের পর জানিয়ে দিলেন রোহিত
India Vs Afghanistan: ২ বার সুপার ওভার! চিন্নাস্বামীতে নাটকীয় ম্যাচে জয় ভারতের