সংক্ষিপ্ত

পাকিস্তানের আর্থিক অবস্থার কথা সারা বিশ্বেরই জানা। প্রতি ক্ষেত্রেই চরম আর্থিক সমস্যায় পাকিস্তান। ক্রিকেটের ক্ষেত্রেও সেই ছবি দেখা যাচ্ছে। পাকিস্তানিদের আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই টিকিটের ন্যূনতম দাম ঠিক করেছে পিসিবি।

ভারতীয় রেলের পক্ষ থেকে যে পানীয় জলের বোতল বিক্রি করা হয়, সেই এক লিটার জলের বোতলের দাম নেওয়া হয় ১৫ টাকা। পাকিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচে টিকিটের ন্যূনতম দাম এই ১৫ টাকাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে পাকিস্তানি মুদ্রায় ৫০ টাকা থেকে। যা ভারতীয় মুদ্রায় ১৫ টাকা। ভারতের তুলনায় পাকিস্তানের মুদ্রার দাম অনেকটাই কম। ভারতের একদিন আগে স্বাধীনতা পেলেও, সবদিক থেকেই পিছিয়ে পাকিস্তান। শুধু জঙ্গি কার্যকলাপেই অর্থ খরচ করে পাকিস্তান। বাকি সব সামাজিক মাপকাঠিতেই পিছিয়ে এই দেশ। বেশিরভাগ পাকিস্তানিরই আর্থিক অবস্থা ভালো নয়। সে কথা ভালোভাবে জানে বলেই টেস্ট ম্যাচের টিকিটের দাম এত কম রেখেছে পিসিবি। টিকিটের দাম বেশি হলে মাঠে দর্শকই পাওয়া যাবে না।

অস্থির পরিস্থিতিতে পাকিস্তান সফরে বাংলাদেশ

নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশে এখন যা পরিস্থিতি, তাতে ঠিকমতো অনুশীলন চালানো সম্ভব হচ্ছিল না। এই কারণেই লাহোরে পৌঁছে গদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট দর্শকশূন্য

পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, করাচি টেস্ট ম্যাচে কোনও দর্শকের প্রবেশাধিকার থাকবে না। করোনা অতিমারীর সময় পেরিয়ে যাওয়ার পর প্রথমবার কোনও টেস্ট ম্যাচ দর্শকশূন্য হতে চলেছে। পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার চলছে। এই কারণেই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অস্থির পরিস্থিতিতে পাকিস্তান সফর, ৪ দিন আগেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশ দল

অশান্ত ওপার বাংলায় আগুনে ঘি ঢাললেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার, কী বললেন তিনি? জানুন

অশান্ত বাংলাদেশে একাধিক জায়গায় হামলা, আগুন লাগিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে