বাংলাদেশ প্রিমিয়ার লিগ: হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান, অশান্তির মধ্যে আদৌ হবে খেলা?

Published : Dec 20, 2025, 05:41 PM IST
Bangladesh

সংক্ষিপ্ত

Bangladesh Unrest: বাংলাদেশে নতুন করে হিংসা, অশান্তি তৈরি হয়েছে। সারা দেশেই অস্থিরতা চরমে। এই পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) হবে, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
২০১২ সালে শুরু হয় বিপিএল
২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার এই লিগ শুরু করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Bangladesh Premier League: ২৬ ডিসেম্বর কি শুরু করা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ? বাংলাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে হিংসা, অশান্তি, অস্থিরতা চলছে, তাতে সংশয় বাড়ছে। ২৪ ডিসেম্বর ঢাকায় (Dhaka) বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হচ্ছে। এই লিগের প্রথম ম্যাচ হওয়ার কথা সিলেটে (Sylhet)। তবে এখন বাংলাদেশে যে পরিস্থিতি, তাতে ক্রিকেট ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা করা কঠিন। সর্বত্র অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় হামলা, খুনোখুনি চলছে। এর মধ্যে বিপিএল শুরু করা কঠিন। বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) কর্তারা অবশ্য লিগ শুরু করার বিষয়ে আশাবাদী। তবে তাঁদের আত্মবিশ্বাস বাস্তবে কতটা কাজে লাগবে, সে বিষয়ে সংশয় রয়েছে।

পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘এই মুহূর্তে বিপিএল ঠিক সময়ে শুরু হওয়া নিয়ে কোনও সংশয় নেই। ২৬ তারিখ শুরু হবে বিপিএল। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। আমরা নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, কোনও সমস্যা নেই। মাঠ-সহ সবকিছুই তৈরি। আমরা টুর্নামেন্ট শুরু করার জন্য তৈরি।’

চিন্তায় ফ্র্যাঞ্চাইজিগুলি

বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বিপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি উদ্বিগ্ন হয়ে উঠেছে। ঠিক সময়ে লিগ শুরু হওয়ার বিষয়ে আশা প্রকাশ করলেও, সবকিছু ঠিকঠাক হবে কি না, সে বিষয়ে চিন্তায় ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। ঢাকা ক্যাপিটাল (Dhaka Capital) ফ্র্যাঞ্চাইজির চিফ এগজিকিউটিভ আতিক ফাহাদ বলেছেন, ‘টুর্নামেন্ট স্থগিত হয়ে যাবে, এখনও পর্যন্ত আমাদের সেই আশঙ্কা নেই। আমরা আশাবাদী, ঠিক সময়েই টুর্নামেন্ট শুরু হবে। তবে কিছু সমস্যা রয়েছে। ফলে কিছুটা সন্দেহ রয়েই গিয়েছে। আমরা যাবতীয় ব্যবস্থাপনা করে ফেলেছি। এই পরিস্থিতিতে লিগ স্থগিত হয়ে গেলে আমাদের সমস্যা হবে। রবিবার আমাদের দলের অনুশীলন শুরু হবে। আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা তৈরি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৬
২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা।
বাংলাদেশে অশান্তির মধ্যেই ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা।
Read more Articles on
click me!

Recommended Stories

Australia vs England: জয়ের জন্য দরকার আর মাত্র ৪টি উইকেট, তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া
টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না ঈশান কিষান?