দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টেও প্রচণ্ড চাপে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন।
সিলেটের পর চট্টগ্রাম, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের টেস্ট ম্যাচে হারের পথে বাংলাদেশ। সোমবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১০২। বাংলাদেশের চেয়ে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৫৩১। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৭৮ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বিশাল টার্গেট তাড়া করে জয় পাবে, এটা বোধহয় কেউই ভাবতে পারছেন না। ফলে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট সিরিজের ফল ২-০ হতে চলেছে। দেশ হোক বা বিদেশ, টেস্টে বাংলাদেশের ব্যর্থতা অব্যাহত। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এখনও লড়াই করার মতো দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওপেনার জাকির হাসান ও মিডল অর্ডার ব্যাটার মোমিনুল হক ছাড়া কেউই বিশেষ লড়াই করতে পারেননি। ৫৪ রান করেন জাকির। মোমিনুল করেন ৩৩ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ২১ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে তাইজুল ইসলাম করেন ২২ রান। শান্ত মাত্র ১ রান করেই আউট হয়ে যান। শাকিব আল-হাসান করেন ১৫ রান। ৪ রান করেই আউট হয়ে যান লিটন দাস। শাহাদাত হোসেন দীপু করেন ৮ রান। মেহিদি হাসান মিরাজ করেন ৭ রান। ১ রান করেই আউট হয়ে যান খালেদ আহমেদ। ২ রান করে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার হয়ে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন অসিথা ফার্নান্ডো। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন লাহিড়ু কুমারা। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো। ৬৫ রান দিয়ে ২ উইকেট নেন প্রভাত জয়সূর্য।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জন ২ অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনার নিশান মদুশনাকা করেন ৩৪ রান। তৃতীয় দিনের শেষে ৩৯ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুজ। বাংলাদেশের হয়ে ৫১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন খালেদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Bangladesh Cricket Team: হাস্যকর রিভিউয়ের পর স্লিপে ক্যাচ ফস্কানোর রিলে, ফের ট্রোলড বাংলাদেশ
Pakistan Cricket: শাহিন আফ্রিদি-বাবর আজমের দ্বন্দ্ব, জরুরি বৈঠকে পিসিবি
IPL 2024: ঋষভ পন্থের ঝোড়ো অর্ধশতরান, চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় দিল্লির