সূচি ঘোষণা বিসিসিআই-এর, জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা ওডিআই হচ্ছে ইডেনে

বাংলাদেশ সফর থেকে দেশে ফেরার পর দেশের মাটিতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০, ওডিআই, টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই ৩ সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই।

টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। তারপর এখন বাংলাদেশ সফরে বিরাট কোহলি, কে এল রাহুলরা। দেশে ফিরে তাঁরা পরপর ৩ সিরিজ খেলবেন। প্রথমে ভারত-শ্রীলঙ্কার টি-২০, ওডিআই সিরিজ হবে। তারপর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। টি-২০, ওডিআই সিরিজ হবে। এই সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। বৃহস্পতিবার এই ৩ সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এই ঘোষণার পর থেকেই সিএবি-তে সাজসাজ রব। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাইছে ভারতীয় দল। নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে ওডিআই সিরিজ হেরে গিয়েছে ভারত। ফলে দেশের মাটিতে সিরিজের আগে সতর্ক টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হচ্ছে ৩ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। ৫ জানুয়ারি দ্বিতীয় টি-২০ ম্যাচ পুণেতে। সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ ৭ জানুয়ারি রাজকোটে। এরপর শুরু হবে ওডিআই সিরিজ। ১০ জানুয়ারি প্রথম ওডিআই ম্যাচ গুয়াহাটিতে। তারপর ১২ জানুয়ারি ইডেনে দ্বিতীয় ওডিআই। ১৫ জানুয়ারি তৃতীয় তথা শেষ ওডিআই থিরুঅনন্তপুরমে।

Latest Videos

ভারত-নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। এই সিরিজের প্রথম ম্যাচ হায়দ্রাবাদে। ২১ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ রায়পুরে। ২৪ জানুয়ারি তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে ইন্দোরে। ২৭ জানুয়ারি প্রথম টি-২০ ম্যাচ রাঁচিতে। ২৯ জানুয়ারি লখনউয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ। ১ ফেব্রুয়ারি আহমেদাবাদে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ।

২০২৩ সালে ভারতের প্রথম টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। ফলে এই সিরিজ রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ ফেব্রুয়ারি এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে নাগপুরে। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। ধর্মশালায় তৃতীয় টেস্ট ম্যাচ ১ মার্চ থেকে। চতুর্থ টেস্ট ম্যাচ আহমেদাবাদে ৯ মার্চ থেকে। ১৭ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই মুম্বইয়ে। ১৯ মার্চ দ্বিতীয় ওডিআই ম্যাচ বিশাখাপত্তনমে। ২২ মার্চ চেন্নাইয়ে তৃতীয় ওডিআই।

আরও পড়ুন-

মাঠে ফের শেহবাগ ম্যাজিক! দিল্লির হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলবে বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ

বাংলাদেশ সফরে ব্যর্থতা, পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই কর্তারা

প্রথমবার রঞ্জি ট্রফিতে ম্যাচ পরিচালনা করবেন মহিলা আম্পায়াররা, সিদ্ধান্ত বিসিসিআই-এর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu on Firhad : বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves