বিসিসিআই সভাপতি নির্বাচন: সৌরভ-হরভজনের সঙ্গে দৌড়ে সামিল আরও একজন?

Published : Sep 17, 2025, 06:35 PM ISTUpdated : Sep 17, 2025, 06:50 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

BCCI President Election: ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা হতে চলেছে। এই সভাতেই বিসিআই-এর পরবর্তী সভাপতি-সহ বিভিন্ন পদাধিকারী বেছে নেওয়া হবে।

DID YOU KNOW ?
নতুন বিসিসিআই সভাপতি
২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি বেছে নেওয়া হবে।

BCCI AGM: প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যে ফের ভারতীয় ক্রিকেটের মসনদে বসার দৌড়ে আছেন, সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সৌরভের অত্যন্ত প্রিয় ক্রিকেটার হরভজন সিংও (Harbhajan Singh) বিসিসআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন। তাঁদের সঙ্গে এবার আরও একজনের নাম ভেসে উঠেছে। শোনা যাচ্ছে, বিসিসিআই সভাপতি নির্বাচন ত্রিমুখী হতে চলেছে। সৌরভ সিএবি (Cricket Association of Bengal) থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন। হরভজন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association) থেকে প্রার্থী হচ্ছেন। তাঁদের সঙ্গেই কর্ণাটক (Karnataka) থেকে প্রার্থী হচ্ছেন রঘুরাম ভাট (Raghuram Bhatt)। ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই বার্ষিক সাধারণ সভা। সেই সভাতেই নতুন বিসিসিআই সভাপতি বেছে নেওয়া হবে। কে রজার বিনির (Roger Binny) স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে জল্পনা চলছে।

কেন্দ্রের শাসক প্রভাব থাকবে?

ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় শরিক দল বিজেপি-র (BJP) পছন্দের কোনও ব্যক্তিই পরবর্তী বিসিসিআই সভাপতি হতে পারেন। তবে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ  রাজীব শুক্লার (Rajeev Shukla) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিনি সরে যাওয়ার পর আপাতত বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ করছেন শুক্লা। তিনি কংগ্রেস সাংসদ হলেও, ক্রিকেট মহলে সবার সঙ্গেই সম্পর্ক ভালো। দীর্ঘদিন ধরে বিসিসিআই-এর সঙ্গে যুক্ত শুক্লা। ফলে তিনিও নতুন বিসিসিআই সভাপতি হতে পারেন। তাঁর ক্ষেত্রে হয়তো বিজেপি শিবির থেকে আপত্তি আসবে না।

সৌরভের সম্ভাবনা কতটা?

সৌরভ ফের সিএবি সভাপতি হতে চলেছেন। তিনি সিএবি-র প্রতিনিধি হিসেবেই বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন। এখন তিনি বিজেপি-র পছন্দের ব্যক্তিদের তালিকায় আছেন কি না, তার উপরেই সবকিছু নির্ভর করছে। হরভজনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সৌরভের চেয়ে হরভজনের পরবর্তী বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। শেষমুহূর্তে কোনও চমক দেখা যায় কি না, তার অপেক্ষা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০
৭০ বছর হয়ে গেলে কেউ আর বিসিসিআই-এর পদে থাকতে পারবেন না।
বিসিসিআই-এর সদ্য প্রাক্তন সভাপতি রজার বিনির বয়স ৭০ বছর হয়ে যাওয়ার ফলেই তিনি সরে যেতে বাধ্য হয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড