
PM Narendra Modi condoles Bengaluru stampede deaths: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে বুধবার বিকেলে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। এদিনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দল আইপিএল (IPL 2025) ট্রফি নিয়ে আমেদাবাদ থেকে বেঙ্গালুরুতে পৌঁছন। যানজটের আশঙ্কায় খোলা বাসে ভিকট্রি প্যারেডের অনুমতি দেয়নি বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। তবে বিমানবন্দর থেকে বিধানসভা হয়ে স্টেডিয়ামে পৌঁছন ক্রিকেটাররা। স্টেডিয়ামে তাঁদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়িতে বহু মানুষ পদপিষ্ট হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘বেঙ্গালুরুতে যে বিপত্তি ঘটেছে, তাতে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। এই শোকের মুহূর্তে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’
বেঙ্গালুরুর এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বেঙ্গালুরুতে স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনায় প্রাণহানি স্তম্ভিত করে দিয়েছে। এই ঘটনায় হৃদয় ভেঙে গিয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা থাকল। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’
বেঙ্গালুরুতে এই পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে আরসিবি-র আইপিএল জয় উদযাপনের সময় যে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটেছে, তা হৃদয়বিদারক। যে পরিবারগুলি প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমার শোকপ্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। এই শোকের সময় আমি বেঙ্গালুরুর মানুষের পাশে আছি। দুর্গত পরিবারগুলিকে সবরকম সহায়তা ও ত্রাণ দেওয়া উচিত কর্ণাটক সরকারের। এই মর্মান্তিক ঘটনা যন্ত্রণাদায়ক সতর্কবার্তা দিচ্ছে, কোনও উদযাপনই মানুষের জীবনের সমান নয়। বহু মানুষ জড়ো হন, এমন অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি ফের খতিয়ে দেখা উচিত এবং কঠোরভাবে মেনে চলা উচিত। জীবন সবার আগে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।