বিগ ব্যাশ লিগ: রবিচন্দ্রন অশ্বিনের দল ঠিক হয়ে গেল, কাদের হয়ে খেলবেন তারকা স্পিনার?

Published : Sep 24, 2025, 04:30 PM ISTUpdated : Sep 24, 2025, 04:37 PM IST
Ravichandran Ashwin and MS Dhoni

সংক্ষিপ্ত

Big Bash League: ভারতের কোনও পুরুষ ক্রিকেটার এখনও পর্যন্ত বিগ ব্যাশ লিগে খেলেননি। এবার সেই খরা কাটতে চলেছেন। ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার (Australia) এই টি-২০ লিগে খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

DID YOU KNOW ?
বিগ ব্যাশ লিগ ২০২৫
এখনও পর্যন্ত কোনও পুরুষ ভারতীয় ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পাননি। নজির গড়ছেন রবিচন্দ্রন অশ্বিন।

Ravichandran Ashwin: সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিগ ব্যাশ লিগে (Big Bash League) সিডনি থান্ডার (Sydney Thunder) ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কাছে একাধিক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব ছিল। তবে শোনা যাচ্ছে সিডনি থান্ডারের হয়ে খেলা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। প্রথমবার ভারতের বাইরে কোনও দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে নামছেন অশ্বিন। তিনিই প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলতে চলেছেন। এতদিন বিসিসিআই-এর (BCCI) সঙ্গে চুক্তি থাকায় এই তারকা ক্রিকেটারের পক্ষে বিদেশের কোনও লিগে যোগ দেওয়া সম্ভব হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল (IPL) থেকে অবসর নেওয়ায় এখন আর বাধা নেই। অশ্বিন সিডনি থান্ডারে যোগ দিলে ভারতে রাতারাতি এই ফ্র্যাঞ্চাইজির সমর্থক সংখ্যা বেড়ে যাবে। একইসঙ্গে বিগ ব্যাশ লিগ নিয়েও এদেশে আগ্রহ বাড়বে।

বিদেশের জোড়া লিগে অশ্বিন

বিগ ব্যাশ লিগের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির (UAE) টি-২০ লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তেও (International League T20) খেলবেন অশ্বিন। ১ অক্টোবর এই লিগে খেলোয়াড় বেছে নেওয়ার জন্য নিলাম হবে। সেই নিলামে নাম লিখিয়েছেন অশ্বিন। তিনি আশা করছেন, এই লিগের ৬টি ফ্র্যাঞ্চাইজির কোনও একটিতে সুযোগ পাবেন। সংযুক্ত আরব আমিরশাহিতে এই লিগে খেলার পর বিগ ব্যাশ লিগে খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন অশ্বিন। ফলে তাঁর পক্ষে এবার বিগ ব্যাশ লিগে সব ম্যাচে খেলা সম্ভব হবে না। সিডনি থান্ডার দল বেশ শক্তিশালী। দলে আছেন ডেভিড ওয়ার্নার (David Warner), স্যাম কনস্টাস (Sam Konstas)। দলের বোলিং বিভাগকে সাহায্য করতে পারবেন অশ্বিন

ডিসেম্বরে মাঠে ফিরছেন অশ্বিন

২ ডিসেম্বর শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০। এই টি-২০ লিগ চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে বিগ ব্যাশ লিগ শুরু হতে চলেছে ১৪ ডিসেম্বর। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার এই টি-২০ লিগ। ফলে সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগে সব ম্যাচে খেললে বিগ ব্যাশ লিগের শুরু থেকে খেলতে পারবেন না অশ্বিন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে নজির অশ্বিনের।
ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম