বিরাট অঘটন না ঘটলে পারথ টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে চলেছে ভারতীয় দল। তৃতীয় দিন প্রথম সেশনের পর ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয়ের কথা ভাবতে পারছে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচেই শতরান করেছেন। এবার আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন যশস্বী জয়সোয়াল। পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনের পর ১৪১ রান করে অপরাজিত ভারতের এই তরুণ ওপেনার। এই ইনিংসে এখনও পর্যন্ত ২৬৪ বল খেলেছেন যশস্বী। তিনি ১২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মেরেছেন। দ্বিতীয় সেশনে একইভাবে ব্যাটিং করে যাওয়াই যশস্বীর লক্ষ্য। তিনি জশ হ্যাজেলউডের বলে ওভার-বাউন্ডারি মেরে ৯৫ থেকে ১০১ রানে পৌঁছে যান। কিন্তু তারপর থেকে আর ওভার-বাউন্ডারি মারেননি। ওপেনিং পার্টনার কে এল রাহুল আউট হয়ে যাওয়ার পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন যশস্বী।
বিশাল লিড ভারতের
পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ২৭৫। অস্ট্রেলিয়ার চেয়ে ৩২১ রানে এগিয়ে ভারত। যশস্বীর সঙ্গে ২৫ রান করে অপরাজিত দেবদত্ত পাড়িক্কল। যশস্বীর মতোই প্রথম ইনিংসে রান পাননি দেবদত্ত। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করছেন তিনি।
পারথে দাপট অব্যাহত ভারতের
পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ২১৮ রানে এগিয়েছিল ভারত। তৃতীয় দিন প্রথম সেশনও ভারতেরই দাপট দেখা গেল। রাহুল ৭৭ রান করে আউট হয়ে গেলেও, তাতে ভারতীয় দলের কোনও সমস্যা হয়নি। যশস্বীর সঙ্গে ভালোভাবেই ব্যাটিং করছেন দেবদত্ত। এই জুটি দীর্ঘক্ষণ ব্যাটিং করতে পারলে ভারতীয় দল আরও ভালো জায়গায় পৌঁছে যাবে। এই ম্যাচে এখনও ৮ সেশনের খেলা বাকি। ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে অলআউট করার জন্য যথেষ্ট সময় পাবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। বিশাল অঘটন ছাড়া এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাচ্ছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী
পারথ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শতরান যশস্বীর, লিড বাড়িয়ে চলেছে ভারত