সংক্ষিপ্ত
পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। তাঁরা এই ইনিংসের মাধ্যমে অসাধরণ নজির গড়লেন।
ভারতের প্রথম ওপেনিং জুটি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট ইনিংসে ২০০ রান যোগ করলেন যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। রবিবার পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনে এই জুটি ২০১ রান যোগ করে। ৭৭ রান করে আউট হয়ে যান রাহুল। তার আগেই শতরান পূর্ণ করে নেন যশস্বী। ১৯৮৬ সালে সিডনি টেস্ট ম্যাচে ওপেনিং জুটিতে ১৯১ রান যোগ করেছিলেন সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এতদিন সেটাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে ভারতের কোনও ওপেনিং জুটির সবচেয়ে বেশি রান ছিল। রবিবার সেই নজির ছাপিয়ে গেলেন যশস্বী-রাহুল। ইংল্যান্ড ছাড়া অন্য কোনও দলের ওপেনিং জুটি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে ২০০ বা তার বেশি রান যোগ করতে পারেনি। রবিবার সেই নজিরও গড়লেন যশস্বী-রাহুল।
বিদেশের মাটিতে ভারতের ওপেনিং জুটির অন্যতম সেরা সাফল্য
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর মিলিয়ে টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটিতে ভারতের সর্বাধিক রান ২১৩। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে এই রান যোগ করেন গাভাসকর ও চেতন চৌহান। এর অনেক বছর আগে ১৯৩৬ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৩ রান যোগ করেন বিজয় মার্চেন্ট ও মুস্তাক আলি। এবার ভারতীয় উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচে ভারতের ওপেনিং জুটি হিসেবে তৃতীয় সর্বাধিক রান যোগ করলেন যশস্বী-রাহুল।
যশস্বী-রাহুলের অসামান্য ব্যাটিং
পারথ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রান পাননি যশস্বী। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত শতরান করলেন এই তরুণ। এই ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটি অসাধারণ ব্যাটিং করায় ভালো জায়গায় ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী
পারথ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শতরান যশস্বীর, লিড বাড়িয়ে চলেছে ভারত
'এত আস্তে বল করছো!' মিচেল স্টার্ককে স্লেজিং যশস্বী জয়সোয়ালের, ভাইরাল ভিডিও