সংক্ষিপ্ত
রবিবার সকালে পারথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় ইনিংসে রান বাড়িয়ে নিয়ে যাওয়াই ভারতীয় ব্যাটারদের লক্ষ্য।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ইনিংসে ৮ বল খেলে রান করার আগেই আউট হয়ে গিয়েছিলেন। মিচেল স্টার্কের বলে ড্রাইভ করতে গিয়ে নাথান ম্যাকস্যুইনির হাতে ধরা পড়েছিলেন। অনেক তরুণ ক্রিকেটারই এই ধরনের পরিস্থিতিতে মনোবল হারিয়ে ফেলেন। কিন্তু যশস্বী জয়সোয়াল অন্য ধাতুতে গড়া। লড়াই তাঁর মজ্জাগত। সেই লড়াই সম্বল করেই পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালেন ভারতীয় দলের তরুণ ব্যাটার। দ্বিতীয় দিনের শেষে ৯০ রান করে অপরাজিত ছিলেন যশস্বী। তৃতীয় দিন সকালে ২০৫ বলে শতরান পূর্ণ করলেন এই তরুণ ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট ইনিংসেই শতরান করা মোটেই সহজ নয়। বিশেষ করে প্রথম ইনিংসে রান না পাওয়া ব্যাটারের পক্ষে কাজটা আরও কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই সহজে করে দেখালেন যশস্বী।
ছক্কা মেরে শতরান যশস্বীর
রবিবার সকালে শুরুতে ধৈর্য ধরে ব্যাটিং করছিলেন যশস্বী। কোনও ঝুঁকি নিতে রাজি ছিলেন না এই তরুণ। ৯০ থেকে ৯৫ রানে পৌঁছতে অনেক সময় নেন। ৯৫ রানেও অনেকক্ষণ আটকেছিলেন। তারপর জশ হ্যাজেলউডের বলে ওভার-বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করলেন যশস্বী।
প্রথম উইকেট হারাল ভারত
যশস্বীর শতরানের পর পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ভারত। ১৭৬ বলে ৭৭ রান করে মিচেল স্টার্কের বলে অ্যালেক্স কেরিকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কে এল রাহুল। যশস্বী-রাহুলের জুটিতে যোগ হল ২০১ রান। রাহুলও শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুহূর্তের ভুলে তিনি আউট হয়ে গেলেন। তবে শতরান করতে না পারলেও, এই ম্যাচের দুই ইনিংসেই রাহুল যেভাবে ব্যাটিং করলেন, তা ভারতীয় দলকে ভালো জায়গায় থাকতে সাহায্য করল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'এত আস্তে বল করছো!' মিচেল স্টার্ককে স্লেজিং যশস্বী জয়সোয়ালের, ভাইরাল ভিডিও
২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রান, বিরল নজির রাহুল-যশস্বীর
জসপ্রীত বুমরার ৫ উইকেট, পারথ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে ভারত