প্রত্যাশিতভাবেই পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভালো ব্যাটিং করছে ভারতীয় দল। দ্বিতীয় সেশনে অল্প সময়ের মধ্যে ৪ উইকেট হারালেও, ভালো জায়গাতেই আছে ভারত।
পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ৩৫৯। অস্ট্রেলিয়ার চেয়ে ৪০৫ রানে এগিয়ে ভারতীয় দল। ৭৪ বল খেলে ৪০ রান করে অপরাজিত বিরাট কোহলি। ৪১ বল খেলে ১৪ রান করে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। এদিন আরও ৩৭ ওভারের খেলা বাকি। ফলে ভারতীয় দলের রান বাড়বে। বিরাটের কাছ থেকে বড় ইনিংসের আশায় ভারতীয় শিবির। পারথ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করছেন এই তারকা ব্যাটার। তিনি ২০১৮ সালে পারথ স্টেডিয়ামে শতরান করেছিলেন। চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত শতরান করতে পারেননি বিরাট। পারথেই তিনি টেস্ট ক্রিকেটে ৩০-তম শতরান করতে পারলে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরবে।
পারথ টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে
পারথ স্টেডিয়ামের পিচ এখন ব্যাটারদের সহায়ক। ফলে বিরাট-ওয়াশিংটন দলের ও নিজেদের রান বাড়িয়ে নিয়ে যাবেন বলে আশায় ভারতীয় শিবির। ভারতের লিড ৫০০ পেরিয়ে গেলে অস্ট্রেলিয়ার উপর মানসিক চাপও তৈরি হবে। সেটাই এখন ভারতীয় দলের লক্ষ্য। এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ২ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
পারথে পৌঁছে গেলেন রোহিত শর্মা
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী রিতিকা সাজদের পাশে থাকার জন্য পারথ টেস্ট ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে এই ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালীন তিনি পারথে পৌঁছে গেলেন। এবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য তৈরি হবেন রোহিত। তিনি ফেরায় ভারতীয় দলের ব্যাটিংয়ের শক্তি বাড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই দ্বিশতরানের সুযোগ হারালেও নতুন নজির যশস্বী জয়সোয়ালের
তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী