অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই দ্বিশতরানের সুযোগ হারালেও নতুন নজির যশস্বী জয়সোয়ালের

পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল যশস্বী জয়সোয়াল। অসাধারণ ব্যাটিং করলেন এই তরুণ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করলেন যশস্বী জয়সোয়াল। পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে নিশ্চিত দ্বিশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন যশস্বী। কিন্তু ২৯৭ বলে ১৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১৬১ রান করে আউট হয়ে গেলেন এই তরুণ। মিচেল মার্শের বল অফ স্টাম্পের বাইরে দেখে বাউন্ডারি মারার সুযোগ হাতছাড়া করতে চাননি যশস্বী। তিনি কাট করেন। কিন্তু বল সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা স্টিভ স্মিথের হাতে চলে যায়। এভাবে আউট হয়ে যাওয়ায় হতাশ হন যশস্বী। তবে সারা মাঠ তাঁকে অভিবাদন জানায়। গ্যালারিতে থাকা দর্শকদের পাশাপাশি সতীর্থরাও উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে যশস্বীর এই ইনিংসের প্রশংসা করেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই দ্বিশতরান পেতে পারতেন যশস্বী। তবে তিনি যে ইনিংস খেলেছেন, তা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে অন্যতম সেরা।

পরপর উইকেট হারাচ্ছে ভারত

Latest Videos

রবিবার পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনে ওপেনার কে এল রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান দেবদত্ত পাড়িক্কল (২৫)। এরপর আউট হন যশস্বী। শুরুতেই আউট হয়ে গেলেন ঋষভ পন্থ (১), ধ্রুব জুরেল (১)। ৩২১ রানে ৫ উইকেট হারায় ভারতীয় দল।

বিরাট কোহলির দিকে তাকিয়ে ভারতীয় শিবির

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর। ভারতীয় দলের লিড ৪০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিরাট যদি বড় ইনিংস খেলতে পারেন এবং ভারতের লিড ৫০০ রানে পৌঁছে যায়, তাহলে হতোদ্যম হয়ে পড়তে পারে অস্ট্রেলিয়া শিবির। ভারতের লিড যত বাড়বে, ততই অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারতের প্রথম ওপেনিং জুটি হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্টে ২০০ রান, গাভাসকর-শ্রীকান্তকে ছাপিয়ে গেলেন রাহুল-যশস্বী

তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী

পারথ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শতরান যশস্বীর, লিড বাড়িয়ে চলেছে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari