অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে যোগ দিচ্ছেন মহম্মদ শামি? বড় ইঙ্গিত জসপ্রীত বুমরার

Published : Nov 21, 2024, 08:58 PM ISTUpdated : Nov 21, 2024, 09:20 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে মহম্মদ শামিকে নিয়ে আলোচনা চলছে। সবারই আশা, দ্রুত অস্ট্রেলিয়ায় দলে যোগ দেবেন শামি।

পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলে না থাকলেও, এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলে ফিরতে চলেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। পারথ টেস্ট ম্যাচের আগের দিন তিনি বলেছেন, 'ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ শামি। ওর উপর নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ওকে হয়তো আপনারা এখানেই দেখতে পাবেন।' ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা পারথে খেলছেন না বলে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। ফলে তাঁর কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এতদিন অনেকেই শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। এই প্রথম জাতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত কেউ শামির প্রত্যাবর্তনের বিষয়ে মন্তব্য করলেন। ফলে কিছুদিনের মধ্যেই জাতীয় দলে ফিরতে পারেন এই পেসার।

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন শামি

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন শামি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে এই পেসার। গোড়ালির চোট সারানোর জন্য এ বছরের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করান শামি। এরপর তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যান। সম্প্রতি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন শামি। তিনি এই ম্যাচে দীর্ঘক্ষণ বোলিং করে ফিটনেসের প্রমাণও দিয়েছেন। ফলে এই পেসারের জাতীয় দলে ফেরা প্রত্যাশিত।

অ্যাডিলেড টেস্টে খেলবেন শামি?

ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, বর্ডার-গাভাসকর ট্রফির মাঝামাঝি সময়ে ভারতীয় দলে ফিরতে পারেন শামি। এমনকী, অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই তিনি জাতীয় দলে যোগ দিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য, অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি শামি

দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি, জানালেন ছোটবেলার কোচ

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে