সংক্ষিপ্ত
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে নেমে নজর কেড়ে নিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এই পারফরম্যান্সের পর এবার তিনি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন।
অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার জন্য সবদিক থেকেই তৈরি বাংলা ও ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নেমে ফিটনেসের প্রমাণ দেওয়ার পাশাপাশি বোলিং-ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দেখালেন শামি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। এর আগে বাংলার প্রথম ইনিংসে মাত্র ২ রান করেই আউট হয়ে যান শামি। তবে তিনি বাংলার দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৬ বলে ৩৭ রান করেন শামি। তিনি দু'টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। এই পারফরম্যান্সের পর শামির জাতীয় দলে ফেরা নিয়ে আর কোনও সংশয় নেই।
শনিবার শামির দিকে তাকিয়ে বাংলা
বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের তৃতীয় দিনের শেষে অত্যন্ত আকর্ষণীয় জায়গায় আছে ম্যাচ। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের স্কোর ৩ উইকেটে ১৫০। শনিবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিন জয়ের জন্য মধ্যপ্রদেশের দরকার ১৮৮ রান। দিনের শেষে ক্রিজে রজত পতিদার (৩২) ও শুভম শর্মা (১৮)। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত এক উইকেট নিয়েছেন শামি। তিনি অনুভব আগরওয়ালকে এলবিডব্লু করে দিয়েছেন। শনিবার ম্যাচ জেতার জন্য শামির দিকে তাকিয়ে বাংলা। এই পেসার চতুর্থ দিন প্রথম সেশনে একাধিক উইকেট নিতে পারলে জয়ের দিকে এগিয়ে যাবে বাংলা।
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন শামি
শামির ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন জানিয়েছেন, অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচের পর জাতীয় দলে যোগ দেবেন এই পেসার। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ৩ ম্যাচে খেলতে পারেন শামি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি, জানালেন ছোটবেলার কোচ
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি
সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ