
Shai Hope hit-wicket: এভাবেও আউট হওয়া যায়? অফস্টাম্পের অনেক বাইরে বল। যে উচ্চতায় বল ছিল, তাতে স্যুইচ হিট করা কঠিন। কিন্তু তা সত্ত্বেও ব্যাট চালালেন শাই হোপ। ব্যাটে-বলে হল না। তারপর ব্যাট গিয়ে লাগল স্টাম্পে। পাড়ার খেলাতেও এভাবে কোনও ব্যাটারকে আউট হতে দেখা যায় না। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders) ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের (Guyana Amazon Warriors) ম্যাচে এই বিস্ময়কর ঘটনা দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। ক্রিকেট দুনিয়া এভাবে হোপকে আউট হয়ে যেতে দেখে হতবাক হয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। হোপ ইচ্ছাকৃতভাবে আউট হয়ে গিয়েছেন না খেলার অঙ্গ হিসেবেই আউট হয়েছেন, সে বিষয়ে আলোচনা চলছে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এই ম্যাচে ২৯ বলে ৩৯ রান করে আউট হয়ে যান হোপ। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। উইকেটে জমে যাওয়ার পর এভাবে আউট হয়ে গেলেন হোপ। এতে হতাশ হয় গায়ানা শিবির। হোপ আউট হয়ে যাওয়ার সময় ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান ছিল গায়ানার। তবে এরপর অষ্টম উইকেট জুটিতে ৩৩ বলে ৪৮ রান যোগ করেন ডোয়েন প্রিটোরিয়াস (Dwaine Pretorius) ও কুয়েনটিন স্যাম্পসন (Quentin Sampson)। ১৬ বলে ২১ রান করেন প্রিটোরিয়াস। ১৯ বলে ২৫ রান করেন স্যাম্পসন। এই জুটি গায়ানাকে লড়াইয়ে ফেরায়। ৯ উইকেটে ১৬৩ রান করে গায়ানা। তবে সবকিছু ছাপিয়ে হোপের আউট হওয়া নিয়েই আলোচনা চলছে।
গায়ানার বিরুদ্ধে এই ম্যাচে ১৬ বল বাকি থাকতে জয় পায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ওপেনার অ্যালেক্স হেলস ৪৩ বলে ৭৪ রান করেন। অপর ওপেনার কলিন মুনরো ৩০ বলে ৫২ রান করেন। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।