Umpire Richard Kettleborough: সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন এবং নানা ভিডিও শেয়ার করে থাকেন ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরো। তিনি এবার এমন এক ভিডিও শেয়ার করেছেন, যা বিরল।

DID YOU
KNOW
?
আম্পায়ার রিচার্ড কেটলবরো
ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরো মজার চরিত্রের মানুষ। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও শেয়ার করেন।

Funny Cricket Video: ছুটে কত রান হতে পারে? এক রান, দুই রান, তিন রান, চার রান। ছুটে তার বেশি রানের নজির খুব বেশি নেই। কিন্তু ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরো (Richard Kettleborough) 'এক্স' হ্যান্ডলে এমন এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ব্যাটার ও নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সতীর্থ ছুটে ৬ রান নিলেন। এই মজার ভিডিও শেয়ার করে কেটলবরো লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। ১ বলে ৬ রান হল। বল ব্যাটে লাগেনি। ৪ বার রান আউটের সুযোগ নষ্ট হল। এই ভিডিও দেখতেই হবে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই নানা মন্তব্য করছেন। কোন ম্যাচে এই মজার ঘটনা দেখা গিয়েছে, সে বিষয়ে কিছু লেখেননি কেটলবরো। তবে দুই দলের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছে কোনও আন্তর্জাতিক ম্যাচ নয়। অন্তত প্রথমসারির কোনও দলের ম্যাচ নয়।

কীভাবে ছুটে ৬ রান হল?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বোলার বল করার আগেই অফস্টাম্পের বাইরে সরে গিয়েছেন ব্যাটার। বল অফস্টাম্পের সামান্য বাইরে দিয়ে উইকেটকিপারের হাতে চলে যায়। এরপরেই ছুটতে শুরু করেন ব্যাটার ও তাঁর সঙ্গী। উইকেটকিপার স্টাম্পে বল ছোড়েন। কিন্তু তার আগেই ক্রিজে পৌঁছে যান নন-স্ট্রাইকার। স্টাম্পে বল লাগায় বেল পড়ে যায়। বল স্টাম্পের কাছেই পড়ে থাকে। এরই সুযোগ নিয়ে দ্বিতীয় রান নেন ব্যাটার ও তাঁর সতীর্থ। এরপর বোলার ছুটে গিয়ে বল ধরেন। ততক্ষণে তৃতীয় রানের জন্য ছুটতে শুরু করে দিয়েছেন ব্যাটার। নন-স্ট্রাইকার ক্রিজে পৌঁছনোর আগেই বোলার স্টাম্পের দিকে বল ছোড়েন। কিন্তু বল দূরে চলে যায়। ফলে চতুর্থ রান হয়ে যায়। এরপর ফাইন লেগে থাকা ফিল্ডার যে বল ছোড়েন, তা উইকেটকিপারকে লাফিয়ে উঠে ধরতে হয়। এই সময়ের মধ্যে আরও এক রান হয়। এরপর ষষ্ঠ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন ব্যাটার ও নন-স্ট্রাইকার। এর মধ্যে উইকেটকিপার স্টাম্পে বল লাগান। কিন্তু বেল আগেই পড়ে যাওয়ায় আউট দেননি আম্পায়ার। উইকেটকিপার হাতে স্টাম্প তুলে নিলে আউট হত। কিন্তু তিনি নন-স্ট্রাইকার প্রান্তে বল ছোড়েন। স্টাম্পে বল না লাগায় ষষ্ঠ রান হয়ে যায়।

Scroll to load tweet…

ক্রিকেটের নিয়ম না জানাতেই ভুল

এই ৬ রানের সময় যে দল ফিল্ডিং করছিল, তারা বোধহয় ক্রিকেটের সব নিয়ম জানে না। এই কারণেই এতবার রান আউটের সুযোগ পেয়েও নষ্ট করল। ফিল্ডাররাও তৎপর ছিলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।