India vs Pakistan: সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে (World Championship of Legends 2025) পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
KNOW
Asia Cup 2025: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় বিসিসিআই-এর তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে বলে শুধু গ্রুপের ম্যাচই নয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (World Championship of Legends 2025) সেমি-ফাইনাল থেকেও সরে যান ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। সেই দলে ছিলেন হরভজনও। কিন্তু তাঁদের উল্টো পথে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি উঠছে। কিন্তু দেশবাসীর আবেগের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেনি বিসিসিআই। এই মনোভাবের তীব্র বিরোধিতা করেছেন হরভজন।
সেনা জওয়ানদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধাশীল হরভজন
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) বিরোধিতা করে হরভজন বলেছেন, ‘কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়, সেটা ওদের বুঝতে হবে। সীমান্তে যে সেনা জওয়ান দাঁড়িয়ে আছেন, যাঁর পরিবারের সদস্যরা সবসময় তাঁকে দেখতে পান না, যিনি জীবন বলি দেন এবং কখনও বাড়ি ফেরেন না, তাঁর আত্মত্যাগ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের সবার জন্য এই আত্মবলিদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তুলনা করলে এটা অত্যন্ত ক্ষুদ্র বিষয়। আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলা এড়িয়ে যেতে পারছি না! এটা অত্যন্ত ক্ষুদ্র ব্যাপার।’
সরকারের পাশে হরভজন
কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার প্রতি সমর্থনের কথা জানিয়ে হরভজন বলেছেন, ‘আমাদের সরকার একই মনোভাবের কথা জানিয়েছে। রক্ত ও ঘাম একসঙ্গে থাকতে পারে না। এমন হতে পারে না যে সীমান্তে লড়াই চলছে, দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে আর আমরা ক্রিকেট খেলতে চলে গেলাম। এই সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট অত্যন্ত ছোট বিষয়। দেশ সবসময় সবার আগে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


