Asia Cup 2025: ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) হওয়ার কথা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) কথা উল্লেখ করে বিভিন্ন মহল থেকে এই ম্যাচ বয়কটের দাবি জানানো হচ্ছে।
KNOW
India-Pakistan Cricket Match: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবিতে সম্মতি না জানানো নিয়ে যখন বিভিন্ন মহল থেকে ক্রিকেটারদের তীব্র সমালোচনা করা হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, ‘বিসিসিআই কী করবে, সেটা ভারত সরকারই বলে দেবে। এক্ষেত্রে খেলোয়াড়রা অসহায়। ওদের এশিয়া কাপে খেলার জন্য দলে নির্বাচিত করা হয়েছে। সরকার যদি বলে দেয়, তোমাদের খেলতে হবে, তাহলে ওরা যাবে এবং খেলবে। সরকার যদি বলে, তোমাদের খেলতে হবে না, তাহলে বিসিসিআই সেই অনুযায়ী কাজ করবে। সরকার যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে খেলোয়াড়দের সমালোচনা বা ওদের নিয়ে মন্তব্য করার কোনও কারণ দেখছি না। কারণ, দিনের শেষে খেলোয়াড়রা বিসিসিআই-এর চুক্তিবদ্ধ। ওরা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী চলবে। পুরোটাই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।’
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারবে ভারত?
কিছুদিন আগে এবারের এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। দুই দলই সুপার ফোর পর্যায়ের যোগ্যতা অর্জন করলে ফের পরস্পরের মুখোমুখি হবে। এরপর দুই দলই ফাইনালে পৌঁছে গেলে ফের লড়াই হবে। এশিয়া কাপের সূচি ঘোষণা করা হলেও, এখনও বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি উঠছে। এ প্রসঙ্গে গাভাসকর বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বিসিসিআই-কে নির্দেশ দেয় যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে না, তাহলে ১৪ সেপ্টেম্বরের ম্যাচ বয়কট করতে পারে ভারতীয় দল।
এশিয়া কাপে ভারতের দল নিয়ে খুশি গাভাসকর
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দল প্রসঙ্গে গাভাসকর বলেছেন, ‘দুর্দান্ত দল বাছাই করা হয়েছে। ব্যাটিং বিভাগে গভীরতা আছে, ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন আছে, বোলিং বিভাগেও দুর্দান্ত ভারসাম্য আছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


