ভারতীয় ক্রিকেটে ইন্দ্রপতন, ৮৮ বছর বয়সে প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি

ক্রিড়া জীবনে ভারতের হয় একের পর এক জয় এনে দিয়েছিলেন তিনি। ভারতের হয়ে খেলেছেন মোট ২৯টি টেস্ট ম্যাচ।

Web Desk - ANB | Published : Apr 2, 2023 4:38 AM IST

রবিবার সকালে শোকের ছায়া ক্রিড়া জগতে। ৮৮ বছর বয়সে প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন প্রবীণ ক্রিকেটর। অবশেষে ২ এপ্রিল রোগের কাছে হার মানেন তিনি। গুজরাটের জামনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেলিম দুরানি। উল্লেখ্য অর্জুন পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় ক্রিকেটার ছিলেন সেলিম। ১৯৬০ সালে এই পুরস্কার পান তিনি। ভারতীয় ক্রিকেটে সেলিম দুরানির অবদান অনস্বীকার্য। ক্রিড়া জীবনে ভারতের হয় একের পর এক জয় এনে দিয়েছিলেন তিনি। ভারতের হয়ে খেলেছেন মোট ২৯টি টেস্ট ম্যাচ। ছয় এবং সাতের দশকে নিজের অলরাউন্ডার পারফর্ম্যান্স দিয়ে ক্রিকেট বিশে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন সেলিম দুরানি। ছোট থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল তাঁর। মাত্র আট বছর বয়সে পরিবারর সঙ্গে আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে আসেন সেলিম। পরবর্তীকালে পাকিস্তান ভাগ হওয়ার সময় ভারতে চলে আসে সেলিমের পরিবার। পরবর্তীকালে ভারতীয় দলের হয় খেলা শুরু করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই খেলার দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেন তিনি। ভারতের হয়েই খেলেছেন ২৯টি টেস্ট ম্যাচ। রান করেছেন ১,২০২। একটি শতরান এবং রয়েছে সাতটি হাফসেঞ্চুরি। উইকেট পেয়েছেন ৭৫টি। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্টে অভিষেক হয় সেলিম দুরানির। সেই বছরই পান অর্জুন পুরস্কার।

Share this article
click me!