IPL 2023: আরসিবি-র বিরুদ্ধে খেলতে তৈরি রোহিত, আর্চার, জানালেন মুম্বইয়ের কোচ

Published : Apr 01, 2023, 10:34 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

রবিবার আইপিএল-এ মহারণ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। বিরাট কোহলি-রোহিত শর্মার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

রবিবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা ও পেসার জোফ্রা আর্চার। ম্যাচের আগের দিন এমনই জানালেন কোচ মার্ক বাউচার। আমেদাবাদে আইপিএল-এর বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে যোগ দেননি রোহিত। তখন মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে জানানো হয়, অধিনায়ক অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে তাঁর পক্ষে আমেদাবাদে যাওয়া সম্ভব হয়নি। এরপরেই প্রথম ম্যাচে রোহিতের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন বাউচার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বলেছেন, 'রোহিত ফিট। ও খেলার জন্য তৈরি। ও গত দু'দিন ধরে অনুশীলন করেছে। ও খেলার জন্য ১০০ শতাংশ তৈরি। বৃহস্পতিবার সকালে ওর শরীর ভালো লাগছিল না। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওকে বাড়িতে থাকতে বলি। এই কারণেই ও আমেদাবাদে যায়নি। অন্য কোনও কারণ নেই। খেলোয়াড়দের অনেক ছবি তুলতে হয়। রোহিত বিশ্রামের খুব বেশি সুযোগ পায়নি। তাই আমাদের মনে হয়েছিল ওর বাড়িতে থাকাই ভালো।'

চোটের জন্য এবারের আইপিএল-এ খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। এই পেসারের অনুপস্থিতিতে আর্চারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর সম্পর্কে মুম্বই ইন্ডিয়ানসের কোচ বলেছেন, ‘জোফ্রা ভালো আছে। ও খেলার জন্য ১০০ শতাংশ ফিট। প্রথম ম্যাচের আগের দিন ও অনুশীলন করেনি। এদিন সবার জন্য বাধ্যতামূলক অনুশীলন ছিল না। ওর মনে হয়েছে, সরাসরি ম্যাচে নেমে পড়াই ভালো। ও আমাদের দলে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত যেভাবে তৈরি হয়েছে সেটা দেখে ভালো লাগছে। ও রবিবার খেলবে।’

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ১০ দলের লিগে সবার শেষে ছিলেন রোহিতরা। এবার কী হবে? এ প্রসঙ্গে বাউচার বলেছেন, ‘আমি গতবার দলের সঙ্গে ছিলাম না। তাই গতবার কী হয়েছে সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। আমরা এ ব্যাপারে অনেক আলোচনা করেছি। দলে কয়েকজন নতুন খেলোয়াড় যোগ দিয়েছে। অনেকেই এর আগে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এবার সবাই নতুন লক্ষ্যে ঝাঁপাতে তৈরি। দলের সবাই জানে, আমাদের গত মরসুম ভালো যায়নি। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আমাদের দল ভালো জায়গায় আছে। দলের সবাই চাঙ্গা। আমরা প্রথম ম্যাচে যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এপ্রিল বা মার্চে কোনও দল আইপিএল জিতে যায় না। আইপিএল চ্যাম্পিয়ন দল ঠিক হয় মে মাসে। আশা করি আমাদের শুরুটা ভালো হবে এবং তারপর ভালোভাবে এগিয়ে যেতে পারব।’

আরও পড়ুন-

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টানা ৪ ম্যাচ জয়ের লক্ষ্যে বিরাটরা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানে হার কলকাতা নাইট রাইডার্সের

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

PREV
click me!

Recommended Stories

ICC T20 World Cup: শুধু ফর্মের জন্য নয়, গিলকে বাদ দেওয়ার আসল কারণ কী? জানিয়ে দিলেন অজিত আগরকর
Australia vs England: জয়ের জন্য দরকার আর মাত্র ৪টি উইকেট, তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া