সুরেশ রায়নার আত্মীয়কে খুনের অভিযোগ ছিল, এনকাউন্টারে খতম দাগী অপরাধী

উত্তরপ্রদেশে এনকাউন্টারের ঘটনা নতুন নয়। অতীতে একাধিকবার এনকাউন্টারের ঘটনা দেখা গিয়েছে। এবার আরও একটি এনকাউন্টার হল। দাগী অপরাধীকে খতম করল পুলিশ।

Web Desk - ANB | Published : Apr 2, 2023 10:34 AM IST / Updated: Apr 02 2023, 04:38 PM IST

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটার সুরেশ রায়নার আত্মীয়কে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনজরের শাহপুর গ্রামে। নিহতের নাম রশিদ ওরফে সিপাহিয়া। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। ২০২০ সালে পাঞ্জাবে রায়নার আত্মীয়কে খুনের অভিযোগ ওঠে রশিদের বিরুদ্ধে। সে রাজস্থানের বাসিন্দা ছিল বলে জানিয়েছে পুলিশ। রায়নার আত্মীয়কে খুনের অভিযোগ ওঠার পর থেকে পলাতক ছিল রশিদ। তার বিরুদ্ধে অন্তত এক ডজন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছেন বাধুনার ডিএসপি বিনয় কুমার গৌতম। তিনি আরও জানিয়েছেন, ‘মোরাদাবাদে লুকিয়েছিল রশিদ। সে পরবর্তী অপরাধমূলক ঘটনা ঘটানোর লক্ষ্যে মুজফফরনগরে আসে। সেখানেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়।’

মুজফফরনগরের এসএসপি সঞ্জীব সুমন জানিয়েছেন, ‘আমরা স্থানীয় সূত্রে রশিদের আসার খবর পাই। এক সহযোগীর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিল রশিদ। তাকে আমরা থামাই। এরপরেই রশিদ ও তার সহযোগী গুলি চালাতে শুরু করে। সেই গুলিতে জখম হন শাহপুরের এসএইচও বাবলু কুমার। আমরা পাল্টা গুলি চালাই। সেই গুলিতে জখম হয় রশিদ। পরে তাকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। তার সঙ্গী পালিয়ে গিয়েছে। আমরা এখন রশিদ ও তার সহযোগীদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। মুজফফরনগরে একটি খুনের চেষ্টার অভিযোগের মামলা ছিল রশিদের বিরুদ্ধে। সে আর কোনও অপরাধের সঙ্গে যুক্ত, সে ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।’

২০২০ সালের আগস্টে পাঞ্জাবের পাঠানকোট জেলায় রায়নার আত্মীয় অশোক কুমার, তাঁর ছেলে ও স্ত্রী খুন হন। এই ঘটনায় মর্মাহত রায়না আইপিএল না খেলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরে আসেন। খুনের অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের 'ছা মার গ্যাং'-এর বিরুদ্ধে। ৩ জনকে খুন করার পাশাপাশি আরও কয়েকজনকে জখম করে অপরাধীরা। তারা টাকা, গয়না নিয়ে পালিয়ে যায়। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ। রায়না নিজে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ২০২১ সালের জুলাইয়ে উত্তরপ্রদেশের বরেলি থেকে 'ছা মার গ্যাং'-এর মাথা চাইজুকে গ্রেফতার করে। ২০২২-এর সেপ্টেম্বরে মুজফফরনগরেই গুলির লড়াইয়ের পর গ্রেফতার হয় আরও দুই অপরাধী। এই মামলার সঙ্গে যুক্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-

২০১১ সালের বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্তি, উচ্ছ্বসিত সচিনরা

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি, ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

Share this article
click me!