টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখানো শুরু হওয়ার আগে যে কয়েকজন ক্রিকেটার জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাঁদের অন্যতম সেলিম দুরানি। তাঁর অনন্য আচরণ, ব্যক্তিত্বের কথা আজও ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ফেরে।
প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানির প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ট্যুইট, 'সেলিম দুরানি জি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। তিনি একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানে তাঁর বড় অবদান ছিল। মাঠে ও মাঠের বাইরে তিনি স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।' প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘গুজরাটের সঙ্গে সেলিম দুরানি জির অনেক পুরনো ও শক্তিশালী বন্ধন ছিল। তিনি কয়েক বছর সৌরাষ্ট্র ও গুজরাটের হয়ে খেলেন। তিনি গুজরাটকেই নিজের জায়গা করে নিয়েছিলেন। তাঁর সঙ্গে কয়েকবার কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাঁর ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছিলাম। তাঁর অভাব নিশ্চিতভাবেই অনুভূত হবে।’
বিসিসিআই সচিব জয় শাহও ট্যুইট করে সেলিমের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার অন্যতম একজন কিংবদন্তি সেলিম দুরানির প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত। আজ আমরা ভারতীয় ক্রিকেটের একজন উজ্জ্বল রত্নকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তিতে বিশ্রাম নিন সেলিম দুরানি জি।’
আইপিএল চেয়ারম্যান ঠাকুর অরুণ সিংও ট্যুইট করে সেলিমের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সেলিম দুরানির পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও ট্যুইট করে সেলিমের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। শাস্ত্রী লিখেছেন, 'সেলিম দুরানিকে সহজেই ভারতের অন্যতম রঙিন ক্রিকেটার বলা যায়। তাঁর আত্মার শান্তি কামনা করি।' লক্ষ্মণের ট্যুইট, ‘সেলিম দুরানি ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তিনি দর্শকদের আবদার রাখার জন্য ওভার-বাউন্ডারি মারতেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন সেলিম। সেই সময় খুব বেশি ম্যাচ খেলত না ভারতীয় দল। সেই কারণে মাত্র ২৯টি টেস্ট ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। টেস্টে তাঁর মোট রান ১,২০২। একমাত্র শতরান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১৯৬১-৬২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন সেলিম। ১৯৭১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে পোর্ট অফ স্পেনে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়েও তাঁর অবদান ছিল।
আরও পড়ুন-
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি, ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া
প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন