ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, পুণেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বিঘ্ন ঘটবে?

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার পুণেতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিঘ্ন ঘটিয়েছিল বৃষ্টি। প্রথম দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। এরপর চতুর্থ দিনেও হানা দেয় বৃষ্টি। বৃহস্পতিবার পুণেতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'দানা'। ফলে দেশের বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। মহারাষ্ট্রেও কি হানা দেবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস অবশ্য সেই আশঙ্কার কথা জানায়নি। আগামী পাঁচ দিনই পুণেতে শুকনো আবহাওয়া থাকছে। বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন সকালে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আকাশে সামান্য মেঘ থাকতে পারে। তবে বেলা বাড়ার পরেই মেঘ সরে যেতে পারে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পুণেতে বৃষ্টির পূর্বাভাস নেই। পাঁচদিনই রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে। ফলে ভালোভাবেই এই ম্যাচ হতে পারে।

পুণেতে পিচ কেমন থাকতে পারে?

Latest Videos

আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন মাঝেমধ্যে মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। দিনের বেলা সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ স্পিনারদের সাহায্য করতে পারে। রোদ থাকলে ম্যাচ যত গড়াবে ততই পিচ শুকনো হয়ে উঠবে। ফলে পিচ মন্থর হয়ে যাবে এবং স্পিনাররা সাহায্য পাবেন। বেঙ্গালুরু টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান নিউজিল্যান্ডের পেসাররা। পুণেতে অবশ্য ভারতীয় স্পিনাররা ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারেন।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। ফলে পুণের ম্যাচ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিততে পারলে তবেই সিরিজ জয়ের আশা থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

চোট নিয়েই বেঙ্গালুরুতে খেলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে থাকছেন ঋষভ পন্থ?

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার চেয়ে বেশি শতরান, জাতীয় দলে ফিরবেন চেতেশ্বর পূজারা?

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল