- Home
- Sports
- Cricket
- চোট নিয়েই বেঙ্গালুরুতে খেলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে থাকছেন ঋষভ পন্থ?
চোট নিয়েই বেঙ্গালুরুতে খেলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে থাকছেন ঋষভ পন্থ?
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে খেলেই তিনি ৯৯ রান করেন।
| Published : Oct 21 2024, 04:42 PM IST
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার পুণেতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর বৃহস্পতিবার পুণেতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।
হাঁটুর চোটের জন্য দ্বিতীয় টেস্টে অনিশ্চিত উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ডান হাঁটুতে চোট পান ঋষভ পন্থ। এই চোটের জন্য পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছ।
চোট নিয়েই বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিন অসাধারণ ব্যাটিং করেন ঋষভ পন্থ
চোটের জন্য বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিন ফিল্ডিং করতে নামতে পারেননি ঋষভ পন্থ। তবে চতুর্থ দিন তিনি অসাধারণ ব্যাটিং করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটার হিসেবে খেলতে পারেন ঋষভ পন্থ?
ঋষভ পন্থ মাঠের বাইরে থাকার সময় উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। ফলে তিনি যদি পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পান, তাহলে শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন ঋষভ।
ঋষভ পন্থের হাঁটুর চোটের বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট
ঋষভ পন্থের যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, সেখানেই চোট লেগেছে। এই কারণে অস্ট্রেলিয়া সফরের আগে ঝুঁকি নিতে চাইছেন না রোহিত শর্মা, গৌতম গম্ভীররা।
ঋষভ পন্থের চোটের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকছে ভারতের টিম ম্যানেজমেন্ট
রোহিত শর্মা বলেছেন, ‘গত দেড় বছরে ঋষভ পন্থের হাঁটুতে একাধিকবার ছোটমাপের এবং একবার বড়মাপের অস্ত্রোপচার হয়েছে। এই কারণে আমরা ওর ব্যাপারে শুধু যত্নবানই না, অতিরিক্ত যত্নবান।’
ঋষভ পন্থ পুণেতে উইকেটকিপিং করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন ঋষভ পন্থ। কিন্তু তিনি পুণেতে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক ও কোচ।
ঋষভ পন্থের চোট গুরুতর মনে হলে পুণেতে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট
ঋষভ পন্থকে পুণে টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হলে উইকেটকিপার হিসেবে খেলতে পারেন ধ্রুব জুরেল।