'চতুর্থ দিনের পরেই জানতাম ভারত জিতবে,' ওভালে ভারতীয় দলের জয়ে উচ্ছ্বসিত সৌরভ

Published : Aug 05, 2025, 06:17 PM ISTUpdated : Aug 05, 2025, 06:26 PM IST

India tour of England, 2025: এবারের ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। শুবমান গিলদের (Shubman Gill) এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

PREV
16
ওভাল টেস্টের পঞ্চম দিন জয় পাবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওভাল টেস্টে ভারতের জয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়

সোমবার ওভাল টেস্টের পঞ্চম দিন ভারতীয় দলের জয় পাওয়া প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি ম্যাচের চতুর্থ দিনের শেষেই আত্মবিশ্বাসী ছিলেন যে পঞ্চম দিন জয় আসবে। মহম্মদ সিরাজের উপর তাঁর ভরসা ছিল। এই পেসার সেই ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন। ওভাল টেস্টে ৬ রানে জয় পেয়েছে ভারতীয় দল। সিরিজের ফল ২-২।

26
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে টেস্ট ম্যাচ জিততে শুরু করে ভারতীয় দল

ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

২০০০ সালে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের উপর জোর দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিততে শুরু করে ভারতীয় দল। এই কারণে এবার শুবমান গিলের নেতৃত্বে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের দুর্দান্ত লড়াই দেখে খুশি সৌরভ।

এবারের ইংল্যান্ড সফরে জোড়া টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল
এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ফল হয়েছে ২-২। এজবাস্টন ও ওভাল টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল।
36
ওভাল টেস্টে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণর পারফরম্যান্সে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়

সিরাজ-কৃষ্ণর প্রশংসায় সৌরভ

ওভাল টেস্টে ভারতীয় দলের অসাধারণ জয় প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘চতুর্থ দিনের খেলা যখন শেষ হয়, তখন আমার আত্মবিশ্বাস ছিল যে ভারতীয় দল জয় পাবে। পিচ ভালো আচরণ করছিল। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ অসামান্য বোলিং করেছে।’

46
ওভাল টেস্ট ম্যাচের পঞ্চম দিন হাতে ৪ উইকেট নিয়েও ৩৫ রান করতে পারল না ইংল্যান্ড

ওভাল টেস্টে রোমহর্ষক জয় ভারতের

ওভাল টেস্টের চতুর্থ দিনের শেষে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। হাতে ছিল চার উইকেট। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল ইংল্যান্ড শিবির। তবে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন। সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর অসাধারণ বোলিংয়ের সুবাদে জয় পেল ভারতীয় দল।

56
ওভাল টেস্টে ভারতীয় দলের দুর্ধর্ষ জয়ে খুশি ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল

শুবমান গিলদের প্রশংসায় মদন লাল

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারতীয় দল। সেই দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মদন লাল। তিনি সেই বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। এবার সেই ইংল্যান্ডের মাটিতেই টেস্ট সিরিজে ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্সে খুশি মদন লাল। তিনি ওভাল টেস্টে জয়কে অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের প্রশংসা করেছেন মদন লাল।

66
ওভাল টেস্টে ভারতীয় দলের এই চমকপ্রদ জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন মদন লাল

ওভাল টেস্ট জয়ে উল্লসিত মদন লাল

ওভাল টেস্টে ভারতীয় দলের জয় প্রসঙ্গে মদন লাল বলেছেন, ‘এটা এক ঐতিহাসিক জয়। ওরা এত অল্প রানের মধ্যে চার উইকেট নিয়েছে। সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ অসামান্য বোলিং করেছে। আমরা চিরকাল এই টেস্ট ম্যাচের কথা মনে রাখব। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এরকম ম্যাচ খুব কমই আছে।’

Read more Photos on
click me!

Recommended Stories