সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপে দল পাঠাবে কি না, সে ব্যাপারে এখনও সরকারিভাবে আইসিসি-কে কিছু না জানালেও, উদ্যোগ শুরু করে দিয়েছে পিসিবি। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চলছে।

ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে পিসিবি। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক ও বিদেশমন্ত্রকের কাছ থেকেও ভারতে দল পাঠানোর ব্যাপারে পারমর্শ চাওয়া হয়েছে। ভারতে দল পাঠানো যাবে কি না, সে ব্যাপারেই বিভিন্ন মন্ত্রকের কাছ থেকে নির্দেশিকা চাইছে পিসিবি। একইসঙ্গে কলকাতা, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদে খেলার ব্যাপারে সরকারের কোনও আপত্তি আছে কি না, সেটাও জানতে চেয়েছে পিসিবি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর, বিদেশমন্ত্রক ও অভ্যন্তরীণ মন্ত্রক স্পষ্ট নির্দেশিকা দিলেই আইসিসি-কে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে বলে জানিয়েছে পিসিবি।

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে এক পিসিবি কর্তা বলেছেন, ‘গত সপ্তাহে বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পরেই আমরা আমাদের প্যাট্রন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যোগাযোগ করি। ইন্টার-প্রভিন্সিয়াল কোঅর্ডিনেশন (স্পোর্টস) মিনিস্ট্রির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। বিদেশমন্ত্রক ও অভ্যন্তরীণ মন্ত্রককেও চিঠি দিয়েছে আমরা। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাছ থেকে বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে অনুমতি চাওয়া হয়েছে। আমরা ভারতে দল পাঠাব কি না এবং যে শহরগুলিতে আমাদের ম্যাচ দেওয়া হয়েছে সেখানেই খেলব কি না, সে ব্যাপারে পাকিস্তান সরকারই সিদ্ধান্ত নেবে। আমাদের সরকারের বিচারের উপর পূর্ণ আস্থা আছে। সরকার আমাদের যে পরামর্শ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তান সরকারই এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে। ভারতে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বিভিন্ন শহর ও স্টেডিয়াম পর্যবক্ষেণ এবং আয়োজকদের সঙ্গে আলোচনা করার জন্য প্রতিনিধি পাঠানোর দরকার হয়, তাহলে পাকিস্তান সরকারই সেই সিদ্ধান্ত নেবে।’

পিসিবি-র এই কর্তা আরও জানিয়েছেন, ২৬ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে অনুমতি চাওয়া হয়েছে। পাকিস্তান সরকারকে বিশ্বকাপের সূচির ব্যাপারেও জানানো হয়েছে। বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের বিভিন্ন শহরের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার জন্য দল পাঠাচ্ছে পাকিস্তান সরকার। এই দলে পাকিস্তান সরকার ও পিসিবি-র প্রতিনিধিরা থাকবেন। স্টেডিয়াম-সহ যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখবে এই দল। ইদের ছুটি কাটিয়ে নতুন পিসিবি চেয়ারম্যান কাজে যোগ দিলেই তাঁর সঙ্গে আলোচনা করে ভারতে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার জন্য দল পাঠানোর দিনক্ষণ জানাবে ইন্টার-প্রভিন্সিয়াল কোঅর্ডিনেশন (স্পোর্টস) মিনিস্ট্রি। এই প্রতিনিধি দল কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা ও আমেদাবাদ পরিদর্শন করবে।

আরও পড়ুন-

জনি বেয়ারস্টোর আউটের ধরনে অস্ট্রেলিয়ার দ্বিচারিতা প্রকট হয়েছে? মুখ খুললেন অশ্বিন

বেন স্টোকসই সবচেয়ে লড়াকু ক্রিকেটার, বিশাল সার্টিফিকেট বিরাট কোহলির

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়