
Shivalik Sharma Rape Case: আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) রোহিত শর্মাদের (Rohit Sharma) সঙ্গে ছিলেন। রঞ্জি ট্রফিতে বরোদা দলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya) সঙ্গে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। অনেকেই আশা করেছিলেন, ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়বেন। কিন্তু সম্মানজনক অবস্থান থেকে পতন হল শিবালিক শর্মার (Shivalik Sharma)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এই ক্রিকেটার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিয়ে না করলে তা ধর্ষণের সমান। এই কারণেই থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই শিবালিককে খুঁজছিল পুলিশ। এই ক্রিকেটারকে গ্রেফতার করার পর আদালতে পেশ করে পুলিশ। এরপর এই ক্রিকেটারকে হেফাজতে নেওয়া হয়েছে।
যে তরুণী শিবালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর বিয়ে করতে অস্বীকার করেন এই ক্রিকেটার। রাজস্থানের যোধপুরের কুডি ভগৎসুনি হাউজিং বোর্ড অঞ্চলে শিবালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এই তরুণীর অভিযোগ, শিবালিক তাঁর বাড়িতে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বরোদায় এই তরুণীর সঙ্গে শিবালিকের আলাপ হয়েছিল। এরপর দু'জনের ঘনিষ্ঠতা তৈরি। তাঁরা পরিবারে এই সম্পর্কের কথা জানান। এরপর দুই পরিবারের সদস্যরা দেখা করেন। ২০২৩ সালের অগাস্টে শিবালিকের পরিবার যোধপুর গিয়েছিল। সেই সময়ই তাঁদের বাগদান হয়। এরপর শিবালিকের সঙ্গে এই তরুণীর শারীরিক সম্পর্ক হয়। গত বছরের অগাস্টে সেই মহিলা বরোদায় যান। তিনি শিবালিক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। কিন্তু শিবালিকের পরিবার তাঁকে জানায়, অন্য এক তরুণীর সঙ্গে এই ক্রিকেটারের বিয়ের কথা ভাবা হচ্ছে। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন এই তরুণী। এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। তারপর শিবালিককে গ্রেফতার করা হল।
২৬ বছর বয়সি বাঁ হাতি ব্যাটার শিবালিক ২০১৮ সালে প্রথমবার বরোদার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ২৭ ইনিংসে ১,০৮৭ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ৪৩.৪৮। সর্বাধিক স্কোর ১৮৮। স্ট্রাইক রেট ৫০.৩২। লিস্ট এ ক্রিকেটে ১৩ ম্যাচ খেলে ১২ ইনিংসে ৩২২ রান করেছেন শিবালিক। সর্বাধিক স্কোর ৮৬। ব্যাটিংয়ের গড় ২৯.২৭। স্ট্রাইক রেট ৮৬.৬৯। টি-২০ ফর্ম্যাটে ১৯ ম্যাচ খেলে ১৭ ইনিংসে ৩৪৯ রান করেছেন শিবালিক। এই ফর্ম্যাটে তাঁর সর্বাধিক স্কোর ৬৪। ব্যাটিংয়ের গড় ২৪.৯২। স্ট্রাইক রেট ১৪৭.৮৮। ঘরোয়া ক্রিকেটে অনেক ব্যাটারেরই রেকর্ড এর চেয়ে ভালো। ফলে মাঝারি মানের ক্রিকেটার শিবালিক। তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস দলে জায়গা পেলেও, কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। এবার হয়তো তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেল।
ধর্ষণের অভিযোগে নেপালের ক্রিকেটারের কারাদণ্ড
শিবালিকই ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম ক্রিকেটার নন। প্রায় আড়াই দশক আগে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের তৎকালীন তরুণ পেসার মাখায়া এনটিনি (Makhaya Ntini)। পরে অবশ্য তিনি এই অভিযোগ থেকে রেহাই পান। এক নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হন নেপালের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ ল্যামিছানের (Sandeep Lamichhane)। ২০২২ সালের অগাস্টে কাঠমাণ্ডুর একটি হোটেলে ১৭ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। গত বছরের ১০ জানুয়ারি ৮ তাঁর বছরের কারাদণ্ডের রায় দেয় কাঠমাণ্ডুর আদালত। নেপালের ন্যাশনাল পিনাল কোড অ্যাক্ট ২০১৭-এর ২১৯ (২) ধারা অনুসারে সন্দীপকে সাজা দেওয়া হয়। কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁর সঙ্গে যৌন সংসর্গ করলে বা ১৮ বছরের কম বয়সের কোনও মেয়ের সঙ্গে তার সম্মতি বা সম্মতি ছাড়া যৌন সংসর্গ করলে সাজার কথা বলা হয়েছে এই আইনে। সন্দীপ ৮ বছরের কারাদণ্ডের সাজা পাওয়ায় তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।