
Abbas Afridi: শুক্রবার হংকং সিক্সেস ২০২৫ (Hong Kong Sixes 2025) প্রতিযোগিতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচে (Pakistan vs Kuwait) বিরল নজির গড়লেন পাকিস্তানের ব্যাটার আব্বাস আফ্রিদি (Abbas Afridi)। এদিন কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেলের (Yasin Patel) এক ওভারে ছয়টি ওভার-বাউন্ডারি মারেন আব্বাস। হংকং সিক্সেস অবশ্য ক্রিকেটের প্রথমসারির প্রতিযোগিতা নয়। এই টুর্নামেন্টের নিয়ম আলাদা ফলে এই রেকর্ড প্রথমসারির কোনও প্রতিযোগিতায় গ্রাহ্য হবে না। তবে যে কোনও পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটেই এক ওভারে ছয়টি ওভার-বাউন্ডারি মারা যথেষ্ট কৃতিত্বের। ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা বিরল। এই কারণেই আব্বাসকে নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে হইচই হচ্ছে। এই ব্যাটার পাকিস্তানের সিনিয়র দলের হয়ে খেলেন। তিনি সিনিয়র পর্যায়েও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশাবাদী পাক ক্রিকেট মহল।
কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচে ১২ বলে ৫৫ রান করেন আব্বাস। তিনি একটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ১২৩ রান করে কুয়েত। ছয় ওভারে ১২৪ রানের টার্গেট যথেষ্ট বড়। তবে হংকং সিক্সেস টুর্নামেন্ট যে ধরনের মাঠ ও পিচে হয়, তাতে এই টার্গেট তাড়া করা যায়। পাকিস্তান সেটা করেও ফেলল। তবে তাদের জয় পাওয়ার জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়।
হংকং সিক্সেস ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নয় উইকেটে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লিউইস নিয়মে (DLS Method) দুই রানে জয় পেল ভারতীয় দল। ফলে এই টুর্নামেন্টেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পথে পাকিস্তান। তারা দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে। ভারতীয় দল কুয়েতের বিরুদ্ধে সহজ জয় পাবে, এটাই প্রত্যাশিত। ফলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে যাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।