Yuvraj Singh vs Stuart Broad: ক্রিকেট দুনিয়ায় যুবরাজ সিংয়ের সঙ্গে স্টুয়ার্ট ব্রডের লড়াই প্রায় দুই দশকের পুরনো। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে যুবরাজের কাছে চরম অপমানিত হওয়ার কথা এখনও ভুলতে পারেননি ব্রড।

DID YOU
KNOW
?
যুবরাজ সিংয়ের রেকর্ড
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয়টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েন যুবরাজ সিং।

Yuvraj Singh shirt: বড়দিনে (Christmas) বাবার দেওয়া উপহার কেউ ছুড়ে ফেলে দেয়! এমনই কাণ্ড ঘটিয়েছেন ইংল্যান্ডের (England Cricket Team) প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। কারণ, তাঁর বাবা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছিলেন। সেই জার্সি পেয়ে খুশি হওয়ার বদলে চরম ক্ষুব্ধ হন ব্রড। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে (2007 World Twenty20) ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচে ব্রডের এক ওভারে ছয়টি ওভার-বাউন্ডারি মারেন যুবরাজ। সে কথা ভুলতে পারেননি ইংল্যান্ডের এই পেসার। মাঠে যাঁর দক্ষতার কাছে পর্যুদস্ত হয়েছিলেন, সেই যুবরাজের জার্সি নিজের কাছে রেখে দেওয়ার মতো বড় মনের পরিচয় দিতে পারেননি ব্রড। সেই কারণেই তিনি যুবরাজের জার্সি উপহার পেয়ে ছুড়ে ফেলে দেন।

ঠিক কী হয়েছিল?

ইংল্যান্ডের প্রাক্তন পেসারের বাবা ক্রিস ব্রড (Chris Broad) জানিয়েছেন, ‘আমি যুবরাজ সিংকে দিয়ে ভারতীয় দলের জার্সিতে অটোগ্রাফ করিয়ে নিই। সেই জার্সিই বড়দিনে স্টুয়ার্টকে উপহার দিই। ও সেই উপহার পেয়ে প্রথমে খুলে দেখে। তারপর সেটা আবর্জনা ফেলার পাত্রে ছুড়ে ফেলে দেয়। আমার মনে হয়, ওর মধ্যে রসবোধের অভাব ছিল। ও সেটারই পরিচয় দিয়েছিল। যুবরাজ সিং ওর বোলিংয়ে ছয়টি ছক্কা মারার পর আমার আচরণ মেনে নিতে পারেনি স্টুয়ার্ট।’ 

বাবার প্রতি শ্রদ্ধাশীল নন ব্রড!

ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে ১৮.০৩ গড়ে ৩,৬৬২ রান করেন ব্রড। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ব্যাটিংয়েও উন্নতি করুক এবং জাতীয় দলের হয়ে উইকেট নেওয়ার পাশাপাশি রানও করুক। কিন্তু সেই উপদেশ মানতে চাননি ব্রড। শুধু একবার তিনি বাবার সাহায্য নেন। সেই ঘটনা প্রসঙ্গে ক্রিস বলেছেন, ‘একবার মরসুম শুরু হওয়ার কিছুদিন আগে ও হঠাৎ একদিন আমাকে বলে, ট্রেন্ট ব্রিজের (Trent Bridge) নেটে ওকে বোলিং করতে হবে। আমরা এক ঘণ্টা ধরে অনুশীলন করি। তারপর ও ইংল্যান্ডের হয়ে কিছু রান করে।’ কিন্তু তারপর কখনও বাবার অবদানের কথা স্বীকার করেননি ব্রড। এতে তাঁর বাবা দুঃখ পান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।