সংক্ষিপ্ত
আগামী বছরের আইপিএল-এ নেই বাংলাদেশের কোনও ক্রিকেটার। সৌদি আরবের জেড্ডায় রবিবার ও সোমবার চলা নিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটারকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।
আইপিএল-এর নিলামে ছিলেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁদের কেউই দল পাননি। কোনও ফ্র্যাঞ্চাইজিই বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে আগ্রহী ছিল না। ১৩ বছরের বৈভব সূর্যবংশী কোটি টাকা পেলেও, বাংলাদেশের কোনও ক্রিকেটার ২০২৫ সালের আইপিএল-এ খেলার সুযোগ পেলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ক্রিকেট-দক্ষতার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়া হয়নি। বিসিসিআই-এর চাপেই ফ্র্যাঞ্চাইজিগুলি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নেয়নি। সরাসরি কোনও কারণ বলা না হলেও, ঠারেঠোরে দাবি করা হচ্ছে, রাজনৈতিক কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল-এ খেলার সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশের সংবাদমাধ্যমেও আইপিএল-এ তাদের দেশের ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।
আইপিএল থেকে বাদ বাংলাদেশ
আইপিএল-এর ইতিহাসে খুব বেশি বাংলাদেশী ক্রিকেটার খেলার সুযোগ পাননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শাকিব আল-হাসান, লিটন দাস। কিন্তু তাঁদের দু'জনকে নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। আইপিএল শুরু হওয়ার ঠিক আগে শাকিবের অব্যাহতি চেয়ে নেওয়া, লিটনের খারাপ পারফরম্যান্স ভালোভাবে নেয়নি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারও এবার দল পাননি। ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের দলকে শক্তিশালী করার জন্য যা ভালো মনে করেছে সেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলাদেশের অনেকেই এতেও রাজনীতি দেখছে।
টাকা রোজগারের সুযোগ ফস্কে যাওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট মহল?
বাংলাদেশের ভারত-বিরোধীদের পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে, আইপিএল নিলামে ১,২০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটারও এই টি-২০ লিগে খেলার সুযোগ পেলেন না। পাল্টা ভারতের অনেক ক্রিকেটপ্রেমী বলছেন, আইপিএল-এ খেলে বিপুল অর্থ রোজগারের সুযোগ না পাওয়াতেই কি বাংলাদেশের ক্রিকেট মহলে ক্ষোভ? ভারতের ক্রিকেটপ্রেমীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে কটাক্ষ করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব সামলাবেন রাহুল ও অক্ষর, জানিয়ে দিলেন কর্ণধার
নিলামে নেওয়া হল ঈশান কিষান, মহম্মদ শামিকে, কেমন হল সানরাইজার্স হায়দরাবাদের দল?
২০২৫ সালের আইপিএল-এর জন্য কেমন দল গড়ল সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস?