স্ত্রী-সন্তানদের দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে হবে, বিরাট-রোহিতদের জন্য নয়া নিয়ম

Published : Feb 13, 2025, 08:14 PM ISTUpdated : Feb 13, 2025, 08:46 PM IST
Virushka

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁরা বিবাহিত, তাঁরা বিদেশ সফরে স্ত্রী-সন্তানদের নিয়ে যাওয়ার অনুমতি পেতেন। কিন্তু এবার আর সেই অনুমতি দিচ্ছে না বিসিসিআই।

শনিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে উড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এই সফরে শুধু ক্রিকেটার, কোচ, সহকারী কোচ, সাপোর্ট স্টাফরাই যাবেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানদের যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই এই নিয়ম চালু হচ্ছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী এই সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানরা থাকতে পারবেন না। ক্রিকেটাররা এ বিষয়ে মুখ খোলেননি। বিসিসিআই-এর নিয়ম সবাইকেই মেনে চলতে হবে। কাউকে আলাদা করে ছাড় দেওয়া হবে না বলেই জানা গিয়েছে।

বিসিসিআই-এর নতুন নিয়ম

বিসিসিআই-এর নতুন নিয়ম প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, 'যদি বিসিসিআই-এর নিয়মে বদল আনা হয় তাহলে আলাদা কথা। না হলে এখনও পর্যন্ত যা ঠিক আছে তা হল, কোনও ক্রিকেটারই স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে যেতে পারবে না। এক সিনিয়র ক্রিকেটার এ বিষয়ে জিজ্ঞাসা করেছিল। ওকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন নিয়ম মেনে চলতে হবে।' বিসিসিআই-এর এই আধিকারিক আরও জানিয়েছেন, ‘ভারতীয় দলের বিদেশ সফর যদি ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলে, তাহলে সর্বাধিক দুই সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এক মাসেরও কম সময় ধরে চলবে। এই কারণে খেলোয়াড়দের সঙ্গে পরিবার যাবে না। কিন্তু কোনও ক্রিকেটারকে যদি স্ত্রী-সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে কোনও খরচ দেবে না বিসিসিআই। সংশ্লিষ্ট ক্রিকেটারকেই স্ত্রী-সন্তানের বিদেশে থাকা-খাওয়ার খরচ বহন করতে হবে।’

বুধবার শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বুধবার শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বূৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

তৃতীয় ওডিআই-তে ১৪২ রানে জয়, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সেরে নিল ভারত

'চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি,' আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হুঙ্কার বাংলাদেশের অধিনায়কের

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন নজির বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে