অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারতীয় দল।

তৃতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে সিরিজ ৩-০ জিতে নিল ভারতীয় দল। এই জয়ের ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলিরা। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫৬ রান করে ভারতীয় দল। জবাবে ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই ম্যাচে ভারতের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। এই ছন্দ বজায় থাকলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবেন রোহিত শর্মারা।

৩৫৬ রান ভারতের

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের শুরুতে খুশি ছিলেন। ইনিংসের সপ্তম বলেই অধিনায়ক রোহিতের (১) উইকেট হারায় ভারত। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে দেন শুবমান (১১২), বিরাট (৫২) ও শ্রেয়াস (৭৮)। শুবমান-বিরাটের জুটিতে যোগ হয় ১১৬ রান। এরপর শুবমান-শ্রেয়াস জুটিতে যোগ হয় ১০৪ রান। কে এল রাহুল করেন ৪০ রান। টপ অর্ডার ও মিডল অর্ডার দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় বিশাল স্কোর করে ভারতীয় দল। ইংল্যান্ডের পক্ষে ৩৫৭ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সম্ভব ছিল না। ভারতের ইনিংসের পরেই ম্যাচের ফল ঠিক হয়ে যায়। ইংল্যান্ডের ইনিংস শুধু আনুষ্ঠানিকতা ছিল। সেটা সম্পন্ন হয়।

ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা

ইংল্যান্ডের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৮ রান করেন টম ব্যান্টন। গাস অ্যাটকিনসও ৩৮ রান করেন। বেন ডাকেট করেন ৩৪ রান। ফিলিপ সল্ট ২৩, জো রুট ২৪ রান করেন। বাটলার ৬ রান করেই আউট হয়ে যান। ভারতের হয়ে ২ উইকেট করে নেন আর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। ১ উইকেট করে নেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। কোনও বোলারই খালি হাতে মাঠ ছাড়েননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে শুবমান গিলের শতরান, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির

শুবমানের শতরান, বিরাট-শ্রেয়াসের দুর্দান্ত ইনিংস, ইংল্যান্ডকে ৩৫৬ চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ