IND vs PAK: ট্যালেন্ট কাকে বলে? প্রমাণ দিলেন কোহলি, হেলায় পাকিস্তান বধ ভারতের

Subhankar Das   | AFP
Published : Feb 23, 2025, 09:47 PM ISTUpdated : Feb 23, 2025, 10:08 PM IST
IND vs PAK: ট্যালেন্ট কাকে বলে? প্রমাণ দিলেন কোহলি, হেলায় পাকিস্তান বধ ভারতের

সংক্ষিপ্ত

পাকিস্তান বধ ভারতের। 

বিরাটের 'বিরাট ইনিংস। দুর্দান্ত সেঞ্চুরি এবং ম্যাচের নায়ক তিনিই।  

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান।আর সেই ম্যাচেই ৬ উইকেটে জয় পেল ভারত। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক ক্রিকেট দল। প্রাথমিকভাবে দলের দুই ওপেনার ইমাম উল হক এবং বাবর আজম একটু ধরে খেলার চেষ্টা করেন।

IND vs PAK: গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল ভারতের বোলিং লাইন-আপ, ২৪১ রানে শেষ পাক ইনিংস

কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ২৩ রানে। অন্যদিকে, রান আউট হন ইমাম উল হক। অক্ষর প্যাটেলের দুরন্ত থ্রো-তে, রান আউট হয়ে ফিরে যান তিনি। তখন তাঁর সংগ্রহে মাত্র ১০ রান।

তবে সাউদ শাকিল এবং দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান কিছুটা হাল ধরার চেষ্টা করেন। শাকিলের ঝুলিতে ৬২ রান এবং রিজওয়ান করেন ৪৬ রান (India vs Pakistan Live)।

তবে দুটি উইকেট পড়ে যাওয়ার পর, কিছুটা লড়াইতে ফিরে আসার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু বোলিং লাইন-আপ বদলে হার্দিককে নিয়ে আসেন রোহিত। আর তাতেই বাজিমাৎ। গুরুত্বপূর্ণ সময়ে শাকিলকে ফেরান সেই হার্দিক পান্ডিয়া (India vs Pakistan Champions Trophy)।

অন্যদিকে সালমান আঘা করেন ১৯ রান। তায়াব তাহিরের ঝুলিতে ৪ রান। শাহিন শাহ আফ্রিদি ফিরে যান খালি হাতে (India vs Pakistan Champions Trophy Live 2025)। তবে টেল এন্ডার হিসেবে খুশদিল শাহ প্রয়োজনীয় ৩৮ রান যোগ করেন। এছাড়াও নাসিম শাহের সংগ্রহে ১৪ রান এবং হ্যারিস রাউফের ঝুলিতে ৮ রান।

একটা সময় মনে হচ্ছিল যে, পাকিস্তান হয়ত বড় স্কোর খাড়া করতে পারে। কিন্তু ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত দাপট এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ফলে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৪১ রানে। তখনও ৫০ ওভার হতে ২ বল বাকি। আর পাক দল অল আউট।

অন্যদিকে, ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা নিয়েছেন ১টি উইকেট। কুলদীপ যাদবের ঝুলিতে ৩টি উইকেট। অক্ষর প্যাটেল এবং হর্ষিত রানা ১টি করে উইকেট পেয়েছেন। এছাড়া হার্দিক পান্ডিয়ার সংগ্রহে ২ উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না। শাহিন শাহ আফ্রিদির বলে প্যাভিলিয়নে ফিরে গেলেন মাত্র ২০ রানে। কিন্তু হাল ধরলেন দলের আরেক ওপেনার শুভমান গিল। তিনি করলেন ৪৬ রান। তবে সেই উইকেটের পতনের পর কিছুটা চিন্তার ভাঁজ দেখা যায় ভারতীয় সমর্থকদের চোখেমুখে।

কিন্তু ঐ যে কথায় আছে, বড় প্লেয়াররা বড় মঞ্চেই জেগে ওঠেন। ঠাণ্ডা মাথায় রান চেজ, রানিং বিটউইন দ্য উইকেট এবং মাঝে মাঝে বড় শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেলেন কিং কোহলি। নিঃসন্দেহে ট্যালেন্ট কাকে বলে এবং কেন তাঁকে বড় মাপের ক্রিকেটার বলা হয়, প্রমাণ দিলেন বিরাট কোহলি নিজেই। সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত করে গেলেন শ্রেয়স আইয়ার।

সবথেকে বড় বিষয়, পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে। খেললেন অপরাজিত ১০০ রানের অনবদ্য ইনিংস। ওদিকে শ্রেয়সের ঝুলিতে ৫৬ রান। মাত্র ৪২.৩ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলে নেয় ভারত। জয়ী ৬ উইকেটে। তবে দিন পাকিস্তান ক্যাচ মিস এবং একাধিক মিস ফিল্ডও করে।

ম্যাচের সেরা বিরাট কোহলি (Virat Kohli)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা