- Home
- Sports
- Cricket
- IND vs PAK: গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল ভারতের বোলিং লাইন-আপ, ২৪১ রানে শেষ পাক ইনিংস
IND vs PAK: গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল ভারতের বোলিং লাইন-আপ, ২৪১ রানে শেষ পাক ইনিংস
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান।
- FB
- TW
- Linkdin
)
৪৯.৪ ওভারে, ২৪১ রান তোলে পাকিস্তান
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক ক্রিকেট দল। প্রাথমিকভাবে দলের দুই ওপেনার ইমাম উল হক এবং বাবর আজম একটু ধরে খেলার চেষ্টা করেন।
কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি বাবর
প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ২৩ রানে।
অন্যদিকে, রান আউট হন ইমাম উল হক
অক্ষর প্যাটেলের দুরন্ত থ্রো-তে, রান আউট হয়ে ফিরে যান তিনি। সংগ্রহে মাত্র ১০ রান।
তবে সাউদ শাকিল এবং দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান হাল ধরার চেষ্টা করেন
শাকিলের ঝুলিতে ৬২ রান এবং রিজওয়ান করেন ৪৬ রান (India vs Pakistan Live)।
জ্বলে উঠলেন হার্দিক
দুটি উইকেট পড়ে যাওয়ার পর, কিছুটা লড়াইতে ফিরে আসার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু বোলিং লাইন-আপ বদলে হার্দিককে নিয়ে আসেন রোহিত। আর তাতেই বাজিমাৎ। গুরুত্বপূর্ণ সময়ে শাকিলকে ফেরান সেই হার্দিক পান্ডিয়া (India vs Pakistan Champions Trophy)।
অন্যদিকে সালমান আঘা করেন ১৯ রান
তায়াব তাহিরের ঝুলিতে ৪ রান। শাহিন শাহ আফ্রিদি ফিরে যান খালি হাতে (India vs Pakistan Champions Trophy Live 2025)। তবে টেল এন্ডার হিসেবে খুশদিল শাহ প্রয়োজনীয় ৩৮ রান যোগ করেন। এছাড়াও নাসিম শাহের সংগ্রহে ১৪ রান এবং হ্যারিস রাউফের ঝুলিতে ৮ রান।
একটা সময় মনে হচ্ছিল যে, পাকিস্তান হয়ত বড় স্কোর খাড়া করতে পারে
কিন্তু ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত দাপট এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ফলে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২৪১ রানে।
রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১টি উইকেট
বেশ ভালো বল করেছেন তিনি (India vs Pakistan Live Score)।
কুলদীপও জ্বলে ওঠেন এদিন
তাঁর ঝুলিতে ৩টি উইকেট।
বাদ যাননি অক্ষর প্যাটেলও
তিনি নেন একটি উইকেট।
দুরন্ত হার্দিক পান্ডিয়া
তুলে নিলেন ২টি উইকেট।