সংক্ষিপ্ত

পাকিস্তানে এক ব্যক্তি তার পুরনো গাড়িকে টেসলার মতো করে সাজিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে এবং নানা মজার মন্তব্য করেছেন নেটিজেনরা।

ভাইরাল নিউজ। পাকিস্তানের বর্তমান অবস্থা সকলেরই জানা। দেশটিতে চরম খাদ্য সংকট চলছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, সন্ত্রাসবাদীরা দাপট বাড়াচ্ছে। যা ইচ্ছে  তাই করছে। জনগণ মুদ্রাস্ফীতির কষাঘাতে জর্জরিত। মানুষের সমস্ত আয় খাবার কেনার পিছনেই ব্যয় হচ্ছে। এমতাবস্থায় বিলাসদ্রব্য কেনার সামর্থ্য কারোরই নেই। তাই এখন মানুষ নতুন নতুন পন্থা অবলম্বন করছে মনের ইচ্ছা পূরণের জন্য।

খটারা গাড়িকে টেসলা বানিয়ে ফেললেন

@FrontalForce এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে এক পাকিস্তানি ব্যক্তি তার পুরনো গাড়িকে সাজিয়েছেন সুপারকার টেসলার মতো করে। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পাল্টে ফেলে লম্বা করে তৈরি করা হয়েছে। ড্রাইভিং সিট ত্রিভুজ আকৃতির। পিছনের অংশের আকৃতিও বেশ অন্যরকম। এক নজরে দেখলে মনে হয় সুপারকার। তবে গাড়ির টায়ারে কোনো পরিবর্তন করা হয়নি, যা থেকে এর আসল পরিচয় বোঝা যায়।

 

 

নেটিজেনদের মজার মন্তব্য

@FrontalForce এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে নেটিজেনরা নানা মজার মন্তব্য করেছেন। একজন পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কাগজের তৈরি রকেট উড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক ভিখারি'। অন্য একজন লিখেছেন, 'এটা টেসলা নয়, তসলা'। আরেকজন লিখেছেন, 'আপনি লিখে রাখুন, এর সামনের বনেটে বোমা আর পিছনের বনেটে কোকেন থাকবে।'  

মোট কথা গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা হচ্ছে। অনেকেই নানান কথা বলছে।  মোটকথা সোশ্যাল মিডিয়া পাকিস্তনের আর্থিক দুরবস্থার কথা ফুটে উঠছে।